বাংলা হান্ট ডেস্কঃ লিওনেল মেসিকে (Lionel Messi) এক ঝলক দেখার আশায় শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। কিন্তু শেষ পর্যন্ত মেসিকে মাঠে নামতে না দেখে চরম হতাশা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। সেই হতাশাই মুহূর্তের মধ্যে রূপ নেয় ক্ষোভে। এই ক্ষোভে ভাঙচুরে তছনছ হয়ে যায় যুবভারতী স্টেডিয়াম।
কী কী ক্ষতি হল যুবভারতীতে?
মেসিকে (Lionel Messi) না দেখতে পেয়ে উন্মত্ত দর্শকদের ভাঙচুরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্টেডিয়ামের লোয়ার টিয়ারে। অসংখ্য বাকেট চেয়ার ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, গ্যালারির লেভেল টু ও লেভেল থ্রি-র রেলিংও ভেঙে দেওয়া হয়েছে। ক্ষতির তালিকায় রয়েছে প্লেয়ারদের মাঠে নামার টানেলও। ছিঁড়ে ফেলা হয়েছে গোলপোস্টের নেট, এমনকি গোলপোস্টের একটি অংশ উপড়ে ফেলার ঘটনাও ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের টার্ফও।
ক্ষতির অঙ্ক ২ কোটির বেশি
সূত্রের দাবি, এই ভাঙচুরে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি থেকে ২ কোটি ১৫ লক্ষ টাকা। উল্লেখ্য, এর আগেও ১৯৮৮ সালে যুবভারতী স্টেডিয়ামে বাকেট চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই সময় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী বাকেট চেয়ার খুলে ফেলার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে ঢেলে সাজানো হয় সল্টলেক স্টেডিয়াম। তখন ফের গোটা স্টেডিয়ামে বসানো হয় নতুন বাকেট চেয়ার। শনিবার সেই চেয়ারগুলিই ভাঙচুর করা হয়েছে। এই বিপুল ক্ষয়ক্ষতির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে স্টেডিয়াম মেরামতির এত টাকা কে দেবে? রাজ্য সরকার নাকি পুরো দায় নিতে হবে উদ্যোক্তাদের?
কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট
এই ঘটনার মধ্যেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে কেন যাবে? যারা মাঠের মধ্যে মেসির (Lionel Messi) সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তুলছিল, তাদের সব ফুটেজ দেখে লিস্ট তৈরি করা হোক।
কুণাল ঘোষের দাবি, তারা কে, কোন অধিকারে সেখানে ছিল, তা প্রকাশ্যে আসা উচিত। তাঁর মতে, তাদের কারণেই দর্শকরা মেসিকে (Lionel Messi) দেখতে পাননি। মূল আয়োজক এবং সংশ্লিষ্টদের থেকেই স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা আদায় করা হোক। কোনও প্রভাবশালী যেন ছাড় না পায়। পাশাপাশি, ভাঙচুরে যাদের গুন্ডাগিরি করতে দেখা গেছে, তাদের থেকেও জরিমানা নেওয়ার দাবি তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগে ধাক্কা তৃণমূলের, হাই মাদ্রাসায় ৬টি আসনই সংযুক্ত মোর্চার দখলে
ISL ম্যাচ নিয়ে অনিশ্চয়তা?
জানুয়ারি মাসে এই যুবভারতীতেই রয়েছে আইএসএল-এর (ISL) ম্যাচ। বিভিন্ন মহলের আশঙ্কা, মেসিকে (Lionel Messi) দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভে যুবভারতীতে যে ক্ষতি হয়েছে সেই বিপুল ক্ষয়ক্ষতি মেরামত করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে আইএসএল ম্যাচ আয়োজন নিয়েও কি তৈরি হতে পারে অনিশ্চয়তা?সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।












