মাঠজুড়ে চলল বাঁ পায়ের ম্যাজিক! একাই পাঁচ গোল করে অনন্য রেকর্ড সৃষ্টি লিওনেল মেসির

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান বিশ্ব ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। দেশের জার্সিতে বিশ্বকাপ না জিততে পারলেও তাঁর নাম আগামী সময়েও যে ফুটবলের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তা অনস্বীকার্য। গতকাল আর্জেন্টিনা বনাম এস্তোনিয়ার ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করলেন LM10।

গতকাল এস্তোনিয়ার মত অনামী দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। উল্লেখ্য, বিশ্ব ফুটবলের তালিকায় এস্তোনিয়ার স্থান 110 তম হলেও সেই দেশের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যায় মেসিকে আর তা নিয়েই গোটা মাঠজুড়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতোন। ম্যাচের শুরুতেই মাঠের মধ্যে ‘মেসি মেসি’ চিৎকারে ভরিয়ে দেয় ফুটবলপ্রেমীরা আর তাদের নিরাশও করেননি ফুটবল সম্রাট। গতকালের ম্যাচে পাঁচটি গোল করে এক নতুন রেকর্ড সৃষ্টি করেন লিও। তাঁর অসামান্য পারফরম্যান্সের সুবাদেই স্পেনের আল সাদর স্টেডিয়ামে এস্তোনিয়াকে 5-0 গোলে পরাজিত করে আর্জেন্টিনা।

বলে রাখা ভাল, অতীতে লিওনেল মেসির কেরিয়ারে একবারই মাত্র 5 গোলের রেকর্ড ছিল এবং সেটিও আবার বার্সেলোনার জার্সিতে। যেখানে বায়ার্ন লেভারকুসেনের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করেন তিনি। তবে দেশের হয়ে এটাই তার প্রথম 5 গোলের কীর্তি। গতকাল ম্যাচের শুরু থেকেই বিপক্ষ দলের ওপর ক্রমশ চাপ বৃদ্ধি করতে থাকে আর্জেন্টিনা। একা মেসিকে আটকাতেই ব্যতিব্যস্ত হয়ে ওঠে বিপক্ষের রক্ষণভাগের ফুটবলাররা। তবে তাদের সকল বাধা সত্বেও ম্যাচের 8 মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিও আর এরপর তাঁর দ্বিতীয় গোলটি আসে হাফটাইমের ঠিক আগের মুহূর্তে।

Leo Messi

তবে প্রথমার্ধের থেকেও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আক্রমণের ঝাঁঝ ছিল অধিক। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার মাত্র দু মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
এরপর যথাক্রমে 71 এবং 76 মিনিটে গোল করে দলকে কাঙ্খিত জয়ে পৌঁছে দেন তিনি। আর্জেন্টিনার এই আক্রমনাত্মক ফুটবল মাঝে এক প্রকার দাঁড়াতেই পারেনি এস্তোনিয়া দল। মাত্র চারটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা এবং খুব সহজেই জয় পায় আর্জেন্টিনা।


Sayan Das

সম্পর্কিত খবর