বাংলা হান্ট ডেস্কঃ চোদ্দো বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী হয়েছিল লিওনেল মেসি (Lionel Messi) ও মায়ার অসাধারণ মুহূর্তের। এবার ১৩ ডিসেম্বর সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। মেসির কলকাতা আগমনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে।
মেসিকে (Lionel Messi) সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত থেকে মেসিকে (Lionel Messi) সংবর্ধনা দেবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি জানা গেছে, বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য রাজ্য সরকারের ত্রাণ তহবিলে মেসি ব্যক্তিগতভাবে অনুদান তুলে দেবেন।
প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পাশে মমতা
উত্তরবঙ্গ সম্প্রতি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে। সেখানে প্রাণহানি, পরিকাঠামো ধ্বংস এবং সাধারণ মানুষের জীবনে মারাত্মক ক্ষতি হয়েছে। ত্রাণ ও পুনর্বাসনের কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে অক্লান্তভাবে পরিদর্শন করছেন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো। ইতিমধ্যেই তিনি রাজ্য ত্রাণ তহবিলে নিজের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা দান করেছেন। এবার জানা গেছে, মেসি একটি স্পনসর মারফত সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকা তুলে দেবেন।
কলকাতায় মেসি (Lionel Messi) আসার খবর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা মেসি করেছিলেন যুবভারতীতে, তবে তখনও তিনি বিশ্ব ফুটবলের সুপরিচিত মহানায়ক হয়ে ওঠেননি। ব্যালন ডি’অর জয় সত্ত্বেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হয়ে ওঠেননি তিনি। ১৪ বছর পর ফের যুবভারতীতে আসছেন মেসি, তবে এবার বিশ্বজয়ী এবং সর্বকালের অন্যতম সেরা হিসেবে।
এইবার মেসি (Lionel Messi) কোনো ম্যাচ খেলবেন না। তিনি যোগ দেবেন ‘গোট কনসার্টে’, যা আর্জেন্টাইন মহাতারকার সম্মানে আয়োজন করা হচ্ছে। সম্ভবত সেখানে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে অর্থ তুলে দেবেন তিনি।
আরও পড়ুনঃ অভিষেকের পর এবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন শোভন, ফের দলে ফেরার পথে কলকাতার প্রাক্তন মেয়র?
কলকাতা থেকে মেসি (Lionel Messi) পরবর্তী গন্তব্য হিসেবে যাবেন মুম্বই, আহমেদাবাদ ও দিল্লিতে। কলকাতার যুবভারতীতে ১৩ ডিসেম্বরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মঞ্চ ভাগ করে নেবেন বলিউডের অমিতাভ বচ্চনও।