দ্বিতীয়বার ভারত সফরে মেসি! প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন সাক্ষাৎ, ইডেনে সৌরভরা খেলবেন বিশেষ ম্যাচ

Published on:

Published on:

Lionel Messi to visit India for second time.

বাংলা হান্ট ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে, কলকাতার ফুটবলপ্রেমীরা এক দশক পর কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে (Lionel Messi) ফের দেখার সুযোগ পাবেন। জানা গিয়েছে যে, কলকাতার সহ আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লিতেও মেসির যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন। ইতিমধ্যেই প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওয়াংখেড়ে স্টেডিয়াম বুকিং সহ একাধিক অফিসিয়াল কাজ সম্পন্ন হয়েছে। তবে মেসির কাছ থেকে এখনও নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছেন সবাই। একটি সূত্রটি জানিয়েছে, “সবকিছু চূড়ান্ত হয়ে গেছে এবং আমরা মেসির কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছি। শীঘ্রই, তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।”

দ্বিতীয়বার ভারত সফরে আসছেন মেসি (Lionel Messi):

সূত্রটি জানিয়েছে, “প্রস্তাবিত কার্যক্রম এখন একমত হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় তাঁর কাছ থেকে নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছি। যা শীঘ্রই আসবে।’ শিডিউল অনুযায়ী, মেসি (Lionel Messi) ১২ ডিসেম্বর রাত ১০ টায় কলকাতায় পৌঁছাবেন। যেখানে তিনি দুই দিন এক রাত অবস্থান করবেন। কলকাতায়, ১৩ ডিসেম্বর সকাল ৯ টায় “মিলন ও শুভেচ্ছা” অনুষ্ঠান হবে। এরপর ভিআইপি রোডের লেকটাউন শ্রীভূমিতে তাঁর ৭০ ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হবে। এরপর তিনি ইডেন গার্ডেন্সের যাবেন। যেখানে দুপুর ১২ টা থেকে ১.৩০ টা পর্যন্ত GOAT কাপ এবং GOAT কনসার্ট অনুষ্ঠিত হবে।

Lionel Messi to visit India for second time.

সূত্রটি আরও জানিয়েছে যে, “প্রতি দলে ৭ জন খেলোয়াড় নিয়ে সফট টাচ এবং সফট বলের ম্যাচ খেলবে। যেখানে সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম এবং বাইচুং ভুটিয়াও থাকবেন। ইডেন গার্ডেন্সে সম্পন্ন এই ইভেন্টের টিকিটের সর্বনিম্ন মূল্য হবে ৩,৫০০ টাকা। আমরা আশা করছি ৬৮,০০০ ধারণক্ষমতার স্টেডিয়ামটি পূর্ণ হবে। মেসি (Lionel Messi) সেখানে ১ ঘন্টা ২০ মিনিট থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সেখানে সংবর্ধনা জানাতে পারেন। মেসি ১৩ ডিসেম্বর সন্ধ্যায় আহমেদাবাদে আদানি ফাউন্ডেশনের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন।”

আরও পড়ুন: এশিয়া কাপে কোথায় সম্পন্ন হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ? ঘোষণা হল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচির

এদিকে, মেসি (Lionel Messi) ১৪ ডিসেম্বর মুম্বাই পৌঁছবেন যেখানে বিকাল ৩ টা বেজে ৪৫ মিনিটে সিসিআই-তে “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠান হবে। এরপর, বিকেল ৫ টা বেজে ৩০ মিনিট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে GOAT কাপ অ্যান্ড কনসার্ট সম্পন্ন হবে। সূত্র জানিয়েছে যে, এর জন্য ওয়াংখেড়ে স্টেডিয়াম বুক করা হয়েছে। এদিকে, মিডিয়া রিপোর্টে দাবি করা হয় যে, মেসি এমএস ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে সাত সদস্যের ক্রিকেট ম্যাচ খেলতে পারেন। কিন্তু সূত্রগুলি তা অস্বীকার করেছে।

আরও পড়ুন: বারংবার রিচার্জ থেকে মুক্তি! ৩৬৫ দিন সচল থাকবে সিম, জানুন Airtel-Jio-Vi-র সবচেয়ে সস্তা প্ল্যান সম্পর্কে

সূত্রের মতে, “মুম্বাইতে কোনও ক্রিকেট ম্যাচ হবে না। ভারতীয় সেলিব্রিটিদের উপস্থিতিতে একটি সফট বল এবং সফট টাচ ম্যাচ হবে। যা মেসির (Lionel Messi) যাত্রা উদযাপন হবে।’ এরপরে তিনি ভারতীয় ফুটবল দলের সঙ্গে কথা বলতে পারেন। মেসি আগামী ১৫ ডিসেম্বর দিল্লি পৌঁছবেন যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। এরপর, দুপুর ২ টো বেজে ১৫ মিনিটে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে GOAT কাপ এবং কনসার্ট সম্পন্ন হবে। প্রতিটি শহরে তিনি শিশুদের সঙ্গে মাস্টার ক্লাসও করবেন বলে জানা গিয়েছে। সূত্রটি জানিয়েছে যে, ভারত সফরের সময় তাঁর কেরালা যাওয়ার কোনও পরিকল্পনা নেই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মেসি শেষবার কলকাতা সফর করেছিলেন ২০১১ সালের ৩১ অগাস্ট। যেখানে তিনি আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল। ওই ম্যাচটিতে খেলেন মেসি এবং ১-০ গোলে আর্জেন্টিনা ম্যাচটিতে জয়লাভ করে।