বাংলা হান্ট ডেস্ক: মেজর লিগ সকারে (MLS) লিওনেল মেসি (Lionel Messi) তাঁর কেরিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন। যার মাধ্যমে ইন্টার মিয়ামি, ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে ৫-২ গোলে জয়লাভ করেছে। চলতি MLS মরশুমে মেসি এখনও পর্যন্ত ২৯ টি গোল করেছেন। শুধু তাই নয়, তিনি এই টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবেও বিবেচিত হয়েছেন।
মেসি (Lionel Messi) ম্যাজিক:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মেসি (Lionel Messi) ২০২৫-এর MLS মরশুমের জন্য গোল্ডেন বুট জিতেছেন। এর আগেরবার নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন মেসি। ওই ম্যাচটি ইন্টার মিয়ামি ৬-২ গোলের ব্যবধানে জিতেছিল। এই প্রসঙ্গে ইন্টার মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে বলেন, “এটা খুবই স্পষ্ট যে, প্রতিটি ম্যাচেই আমাদের জয়ে মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর প্রশংসা করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।”
The crown is his. 👑
Lionel Messi is the 2025 Golden Boot pres. by Audi winner! pic.twitter.com/ugou6SFwfG
— Major League Soccer (@MLS) October 19, 2025
৩৪ মিনিটে মেসি প্রথম গোলটি করেন: জানিয়ে রাখি যে, ম্যাচে ৩৪ মিনিটে লিওনেল মেসি তাঁর প্রথম গোলটি করেন। এরপর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। এছাড়াও ৮১ মিনিটে তৃতীয় গোলটি করে মেসি তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন।
আরও পড়ুন: শীঘ্রই গুরুত্বপূর্ণ বৈঠক! শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে আদানির এই কোম্পানির পেনি স্টক
এদিকে, ৬৭ মিনিটে ইন্টার মিয়ামির লুইস বালতাসার রদ্রিগেজও একটি গোল করেন। ইন্টার মিয়ামির হয়ে পঞ্চম এবং শেষ গোলটি করেন তেলাসকো সেগোভিয়া, ৯০+১ মিনিটে। অপরদিকে, ন্যাশভিলের হয়ে গোল করেন স্যাম সার্রিজ, (৪৩ মিনিট) এবং জ্যাকব শ্যাফেলবার্গ (৪৫+৬ মিনিট)।
আরও পড়ুন: দীপাবলির সবথেকে বড় উপহার! দীর্ঘ ২২ বছর পর IFA শিল্ড জিতল মোহনবাগান
ডিসেম্বরে ভারত সফরে আসছেন মেসি: জানিয়ে রাখি যে, লিওনেল মেসির (Lionel Messi) চলতি বছরের ডিসেম্বরেই ভারত সফরে আসছেন। তিনি কলকাতা থেকে শুরু করে, মুম্বাই এবং দিল্লিতেও সফর করবেন। মেসি শেষবার ২০১১ সালে ভারত সফরে এসেছিলেন। এমতাবস্থায়, ১৪ বছর পর ফের ভারতে তাঁকে দেখা যাবে। উল্লেখ্য যে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মেডি খেলবেন কিনা তা এখনও অনিশ্চিত। তবে, তাঁর ফিটনেস এবং ফর্ম দেখে মনে হচ্ছে মেসি বিশ্বকাপ খেলার পরেই ফুটবল থেকে অবসরের ঘোষণা করবেন।