বাংলাহান্ট ডেস্ক : উৎসবের আবহেই এল বড় ধাক্কা। পুজোর মধ্যেই দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas)। মাঝখানে দাম অনেকটা কমানো হলেও হঠাৎ করেই পুজোর মধ্যে ফের বেড়ে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম। কলকাতায় কত হয়েছে এখন রান্নার গ্যাসের দাম?
ফের দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas)
গ্যাসের দাম বেড়েছে বটে, তবে তা ১৯ কেজি ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas)। তাই মধ্যবিত্তের চিন্তার তেমন কারণ নেই। বর্তমানে কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম রয়েছে ১৭০০.৫ টাকা। সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১৬.৫ টাকা।
কত টাকা হয়েছে বেড়ে: অগাস্টে এই দাম ছিল ১৭৩৪.৫ টাকা। তারপর দাম কমিয়ে দেওয়া হয় অনেকটা। কিন্তু পুজোর মধ্যেই আবার বাড়ল দাম। দিল্লিতে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার (Liquefied Petroleum Gas) প্রতি দাম ১৫.৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯৫ টাকা। মুম্বইতেও দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১৫.৫ টাকা। বর্তমান দাম ১৫৪৭ টাকা।
আরও পড়ুন : নবমীতে ভাসবে কলকাতা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সর্তকতা, জানুন আজকের আবহাওয়ার খবর
অন্যান্য শহরে দাম কত: অন্যদিকে চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম ১৬.৫ টাকা বেড়ে হয়েছে ১৭৫৪.৫ টাকা। তবে মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির খবর, ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আর বাড়েনি। গত এপ্রিল মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হয় ৮৭৯ টাকা। অক্টোবরেও রয়েছে সেই একই দাম।
আরও পড়ুন : ঘুমের মধ্যেই কেঁপে উঠল মাটি, ভয়াবহ ভূমিকম্পে পরপর ধূলিসাৎ ঘরবাড়ি, মৃত ৩১!
দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। মুম্বইতে দাম রয়েছে ৮৫২.৫ টাকা। অন্যদিকে চেন্নাইয়ে দাম রয়েছে ৮৬৮.৫ টাকা।