পুজোর আগেই দাম কমল LPG সিলিন্ডারের, কলকাতায় কত হল নতুন প্রাইস?

Published on:

Published on:

Liquefied Petroleum Gas(1)

বাংলা হান্ট ডেস্কঃ পয়লা তারিখেই সুখবর। জুলাইয়ের পর অগস্ট মাসেও স্বস্তি। ১ অগস্ট দাম কমল রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই ঘোষণা করা হয়েছে। আজ পয়লা অগস্ট দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম (LPG Gas)। এর আগে পর পর তিন মাস এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল।

জুলাইয়ের পর ফের দাম কমল গ্যাসের | Liquefied Petroleum Gas

জানিয়ে রাখি, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে। ১ অগস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হবে। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আজ থেকে আগের তুলনায় আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। তবে এর জেরে স্বস্তি এল মূলত ব্যবসায়ীদের জন্য। কারণ বাণিজ্যিক এলপিজির দাম কমানো হয়েছে।

শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম হল ১৭৩৬ টাকা, আগে ১৭৬৯ টাকা ছিল এই দাম। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। ফলে আমজনতার পকেটে স্বস্তি আসে নি। বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।

আরও পড়ুন: নয়া মোড়! বকেয়া DA মামলার শুনানির আগেই সামনে বড় আপডেট, খুশি সরকারি কর্মীরা

১৪ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি এবারেও। এর আগে ১ জুলাইও বাণিজ্যিক এলপিজির দাম কমানো হয়েছিল। সিলিন্ডার পিছু ৫৮.৫০ টাকা দাম কমেছিল গত মাসে। উল্লেখ্য, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কেবলমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে হোটেল, রেস্তোরাঁগুলিতে ব্যবহার হয়। বাড়িতে নিত্যদিনের রান্নার জন্য ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়।