বাংলা হান্ট ডেস্কঃ পয়লা তারিখেই বড় সুখবর। সাধারণ জনতার পকেটে স্বস্তি দিয়ে ১ নভেম্বর দাম কমল রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। তবে সামান্যই দাম কমেছে। গত মাসে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম বাড়ায় চিন্তা বেড়েছিল। তা এবারে খানিকটা কমল।
মাসের শুরুর দিনই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই ঘোষণা করা হয়েছে। আজ পয়লা নভেম্বর দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম (LPG Gas)। কত হল নতুন প্রাইজ? দেখে নিন এক নজরে।
ফের দাম কমল গ্যাস সিলিন্ডারের | Liquefied Petroleum Gas
রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আজ থেকে আগের তুলনায় আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। তবে এর ফলে সাধারণ মানুষের হেঁসেলে কোনও প্রভাব পড়বে না। স্বস্তি এল মূলত ব্যবসায়ীদের জন্য। কারণ বাণিজ্যিক এলপিজির দাম কমানো হয়েছে। এবারও ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। তবে খুব সামান্য।
শহর কলকাতাতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু সাড়ে ৬টাকা কমেছে। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১,৬৯৪ টাকা। দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১৫৯০.৫০ টাকা। কলকাতায় নতুন দাম হয়েছে, ১৬৯৪.০০ টাকা। মুম্বইয়ে নতুন দাম হয়েছে ১৫৪২.০০ টাকা। আর চেন্নাইতে নতুন দাম ১৭৫০.০০ টাকা।

তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। ফলে আমজনতার জন্য স্বস্তি আসে নি। আপাতত বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। ১৪ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি এবারেও।

উল্লেখ্য, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কেবলমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে হোটেল, রেস্তোরাঁগুলিতে ব্যবহার হয়। বাড়িতে নিত্যদিনের রান্নার জন্য ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়।













