সুরা প্রেমীদের জন্য সুখবর! এবার মেট্রো স্টেশনেও মিলবে মদ! খুলছে অজস্র কাউন্টার

বাংলা হান্ট ডেস্ক: একটি দারুণ সুখবর রয়েছে সুরা প্রেমীদের জন্য। এবার থেকে মেট্রো স্টেশনের মধ্যেই মিলবে মদ। রাজস্ব আদায় বাড়াতে ও চাহিদা পূরণের জন্য এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে আবগারি দপ্তর। তারা দিল্লির ছয়টি মেট্রো স্টেশনে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, জনবহুল এলাকায় চাহিদা সামাল দেওয়ার জন্য এই পদক্ষেপ।

দিল্লি কনসিউমার্স কোঅপারেটিভ হোলসেল স্টোর লিমিটেডকে (DCCWS) দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) ছয়টি মেট্রো স্টেশনকে মদের দোকান খোলার অনুমতিপত্র দিয়েছে। বদরাপুর, দ্বারকা, কারোলবাগ, রাজৌরি গার্ডেন এবং মুন্ডকার মতো মেট্রো স্টেশনগুলি রয়েছে এই তালিকায়। প্রতিদিন মেট্রো স্টেশনে বিশাল মাত্রায় যাত্রী যাতায়াত করেন। মনে করা হচ্ছে এই সমস্ত এলাকায় মদের দোকানগুলি থেকে মোটা অংকের রাজস্ব আদায় হতে পারে।

ইতিমধ্যেই দিল্লির বড়ো মেট্রো স্টেশনগুলিতে মদের দোকান খুলে দেওয়া হয়েছে। বাকিগুলো শীঘ্রই খুলবে বলে আশা করা হচ্ছে। আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, হুইস্কি এবং রাম এর দোকানের পাশাপাশি তারা চেষ্টা চালাচ্ছেন এমন কিছু দোকানকে লাইসেন্স দেওয়ার যেখানে শুধুমাত্র বিয়ার ও ওআইনের মত মদ পাওয়া যাবে। এর পাশাপাশি আধিকারিকরা জানিয়েছেন যে মদের দোকানের সাথে অন্যান্য সামগ্রী দোকান খোলারও অনুমতি দেওয়া হচ্ছে।

IMG 20210524 131437 1

আধিকারিক জানিয়েছেন, প্রত্যেকটির দোকান যেন নূন্যতম ৩০০ বর্গফুটের হয় সেই দিকটা আমরা খেয়াল রাখছি। কিন্তু জায়গা কম বলে বেশ কিছু ছোট দোকানকেও অনুমতি দিতে হয়েছে। আবগারি বিভাগের লক্ষ্য আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শহর জুড়ে ৫০০ টি মদের দোকান খোলা। ২০২২ সালের মধ্যে আরো কমপক্ষে ২০০ টি মদের দোকান খোলার ইচ্ছা আছে আবগারি দপ্তরের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর