সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ৫ দিন বন্ধ থাকছে কলকাতায় পানশালা ও মদের দোকান !

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ এই উৎসবের মুখে সুরাপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ। ৫ দিন বন্ধ থাকছে শহরের সমস্ত পানশালা, মদের দোকান। পার্ক স্ট্রিট সহ শহরের নানা প্রান্তে যত মদের দোকান রয়েছে, বন্ধ থাকবে সবই।

বিষয়টা হল, প্রথমত আগামী ২৮ শে সেপ্টেম্বর সন্ধ্যে সাড়ে ৬ টা থেকে ৩০ শে সেপ্টেম্বর সন্ধ্যে ৭ টা পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান। এরপরে আবার ২ রা অক্টোবরে গান্ধী-জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকছে সব মদের দোকান।

তারপর আবার ৩ রা অক্টোবর ভবানীপুর উপনির্বাচনের ফলাফল প্রকাশ। সেই কারণে ওইদিনও বন্ধ থাকবে সমস্ত মদের দোকান, পানশালাও।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, নিউমার্কেট, পার্কস্ট্রিট, কালীঘাট, ভবানীপুর, আলিপুর, চেতলা, ওয়াটগঞ্জ এবং উত্তর কলকাতার বার, মদের দোকান সবকিছুই এই দিনগুলোতে বন্ধ রাখতে হবে। তাই ক্ষতি হবে জেনেও, এই দিনগুলোতে বাধ্য হয়েই বন্ধ রাখতে হবে সমস্ত মদের দোকান।

তবে এই ৫ দিনের মধ্যে শুধুমাত্র ১ লা অক্টোবর খোলা থাকছে মদের দোকান, সেক্ষেত্রে দোকানে উপছে পড়া ভিড় হবে বলেও ধারণা করছেন ব্যবসায়ীরা।

X