তিনটে না, বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান! নতুন নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য আজ দেশ জুড়ে লকডাউনের তৃতীয় দফা শুরু হল। লকডাউনের এই তৃতীয় দফায় কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্তের মধ্যে একটি হল মদের দোকান (Liquor Store) খোলা। সেই মতেই আর দেশের প্রতিটি রাজ্যেই মদের দোকান খোলা হয়েছে। আর এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)) মদ বিক্রি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল।

wine shop

সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, আজ থেকে রাজ্যে মদের দোকান দুপুর তিনটের পরিবর্তে ছয়টা পর্যন্ত খোলা থাকবে। সরকারের তরফ থেকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে যে, মাস্ক পড়া না থাকলে কোনভাবেই মদ দেওয়া হএ না। এর সাথে সাথে ক্রেতাদের সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। ক্রেতাদের মধ্যে ছয় ফুটের দূরত্ব বজায় রাখতে হবে, আর দোকানে একসাথে পাঁচ জনের বেশি মানুষ ভিড় জমাতে পারবে না।

সরকারের তরফ থেকে বলা হয়েছে যে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দোকানদারা টোকেন সিস্টেমও চালু করতে পারে। এর সাথে সাথে তাদের স্যানিটাইজারও রাখতে হবে। কন্টেনমেন্ট জোনে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। তবে এখনো রেস্তোরাঁ অথবা বার খোলার অনুমতি দেয়নি সরকার। এমনকি সরকারের তরফ থেকে এও বলা হয়েছে যে, সমস্ত মদের দোকানের বাইরে মদের দাম লিখে রাখতে হবে।

উল্লেখ্য, রাজ্যে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জারি নির্দেশিকা অনুযায়ী ফুলের বাজার, মিষ্টির দোকান, ফল আর সবজি বাজার খোলা থাকবে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার তরফ থেকে বিশেষ অনুমতি পাওয়ার পর বেসরকারি অফিস আর কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর