পরনে সবুজ বিকিনি, ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়েই সমুদ্র সৈকতে খুনসুটিতে মাতলেন লিসা; ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় বিগত কয়েক দিন ধরে সমুদ্র সৈকতে (beach) ঘোরার ছবি (photo) শেয়ার করছেন অভিনেত্রী লিসা হেডন (Lisa Haydon)। বুধবারই ছোট ছেলেকে নিয়ে সমুদ্র সৈকতে বেড়ানোর ছবি শেয়ার করেছেন তিনি। সেই সব ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়।

সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন লিসা। ছবিতে সবুজ বিকিনি পরে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। নির্জন সমুদ্র সৈকতে চুটিয়ে উপভোগ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।


অপর ছবিটিতে লিসার সঙ্গে দেখা গিয়েছে তাঁর ছেলে জ‍্যাককেও। জ‍্যাকের বয়স এখন সবে তিন বছর। সমুদ্র সৈকতে ছেলের সঙ্গে খুনসুটিতে মাততে দেখা গিয়েছে তাঁকে। ছবির ক‍্যাপশনে লিসা লেখেন, সমুদ্রে আসবেন বলে সকাল ৬টায় ঘুম থেকে উঠেছেন তিনি। হংকং এর বিচে তোলা হয়েছে এই ছবি।

https://www.instagram.com/p/CET7Eb_FBdn/?igshid=tkvi8yvctgk

কিছুদিন আগেই অন‍্য একটি বিচে ছয় মাসের পুত্রসন্তান লিওকে নিয়ে ফটোশুট করেন লিসা হেডন। ছোট্ট লিওকে দেখা যায় মায়ের কোলে শুয়ে ঘুমাতে। ছবির ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিচ বেবি’।

https://www.instagram.com/p/CEQqFlXl9aH/?igshid=1k1m9zrrqwxec

ব‍্যবসায়ী ডিনো লালভানির সঙ্গে বিবার বন্ধনে আবদ্ধ হন লিসা হেডন। দুই ছেলে ও স্বামীর সঙ্গে হংকংয়েই থাকেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই টুকটাক ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন লিসা। কখনো পরিবারের ছবি আবার কখনো বিচ, সার্ফিংয়ের ছবি, ভিডিও অনুরাগীদের জন‍্য পোস্ট করেন তিনি‌।

https://www.instagram.com/p/CEI_NVCFD-G/?igshid=1vne7g3aifk9y

https://www.instagram.com/p/CBNgm6ilchf/?igshid=9h80l4s3jw4q

https://www.instagram.com/p/B3eNiRGlh_r/?igshid=14mdj2h9obkji

২০১০ এ সোনম কাপুরের আয়েশা ছবির হাত ধরেই বলিউডে প্রবেশ করেন লিসা হেডন। রাস্কলস, দ‍্য শকিনস, অ্যায় দিল হ‍্যায় মুশকিল সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে কুইন ছবিতে বিজয়লক্ষ্মী চরিত্রটির জন‍্য বেশি জনপ্রিয়তা পান লিসা। এছাড়া ছোটপর্দায় ইন্ডিয়াস নেক্সট টপ মডেলস শোতে দুটি সিজনে বিচারকের পদ গ্রহণ করেছিলেন লিসা হেডন।

X