বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, প্রতিমাসের শুরুতেই গ্রাহকদের সুবিধার্থে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকছে সেই সংক্রান্ত তালিকা সামনে আনা হয়। সেই রেশ বজায় রেখেই এবার জুলাই মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে।
জুলাই মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays):
ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI ২০২৫ সালের জুলাই মাসের ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা প্রকাশ করেছে। যেটি মারফত জানা গিয়েছে যে, চলতি বছরের জুলাই মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যার মধ্যে রবিবার থেকে শুরু করে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সহ বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ও ধর্মীয় উৎসবও অন্তর্ভুক্ত রয়েছে। এমতাবস্থায়, চলুন দেখে নিই জুলাই মাসে ব্যাঙ্ক ছুটির তালিকাটি।
জুলাই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক:
১. ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): খারচি পুজোর কারণে ত্রিপুরার আগরতলায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।
২. ৫ জুলাই ২০২৫ (শনিবার): গুরু হরগোবিন্দ জি জয়ন্তীর কারণে জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩. ৬ জুলাই ২০২৫ (রবিবার): এটি সাপ্তাহিক ছুটি। তাই ভারতজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. ৭ জুলাই ২০২৫ (সোমবার): মহরমের কারণে বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ১২ জুলাই ২০২৫ (শনিবার): মাসের দ্বিতীয় শনিবার হওয়ায়, সারা ভারতে ব্যাঙ্ক ছুটি থাকবে।
৬. ১৩ জুলাই ২০২৫ (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে ভারতজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: ভারতের “আকাশ”-এ মুগ্ধ গোটা বিশ্ব! কেনার জন্য আগ্রহী এই দেশও, সামনে এল বড় আপডেট
৭. ১৪ জুলাই ২০২৫ (সোমবার): বেহ দেইংখলামের কারণে মেঘালয়ে (শিলং) ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮. ১৬ জুলাই ২০২৫ (বুধবার): হরেলা উৎসবের কারণে উত্তরাখণ্ডে (দেরাদুন) ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays)
থাকবে।
৯. ১৭ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): ইউ তিরট সিং-এর মৃত্যুবার্ষিকীর কারণে মেঘালয়ে (শিলং) বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১০. ১৯ জুলাই ২০২৫ (শনিবার): ত্রিপুরায় (আগরতলা) কের পুজোর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১. ২০ জুলাই ২০২৫ (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে ভারতজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২. ২৬ জুলাই ২০২৫ (শনিবার): চতুর্থ শনিবারের কারণে ভারতজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৩. ২৭ জুলাই ২০২৫ (রবিবার): সাপ্তাহিক ছুটির ভারতজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
কিছু সূত্রে জানা গেছে যে, ২৮ জুলাই গ্যাংটকে (সিকিম) ড্রুকপা সে-জির কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
আরও পড়ুন: “লক্ষ লক্ষ কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা”, দল ছাড়লেন বিজেপির “বিতর্কিত” নেতা, নেটমাধ্যমে জানালেন…..
আগে থেকে পরিকল্পনা করুন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৫ সালের জুলাই মাসে শ্রাবণ মাস শুরু হচ্ছে। যা ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। এই সময়ে, উত্তর ভারতে হরিয়ালি অমাবস্যা (২৪ জুলাই), হরিয়ালি তীজ (২৭ জুলাই) এবং নাগ পঞ্চমীর (২৯ জুলাই) মতো একাধিক আঞ্চলিক উৎসব বিশেষভাবে পালিত হয়। তবে, সমস্ত রাজ্যে এই উৎসবগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকে না। কিন্তু, কিছু শাখা স্থানীয়ভাবে বন্ধ (Bank Holidays) থাকতে পারে।