এই দিনগুলিতে কিনতে পারবেন না মদ, প্রকাশিত ২০২১ ড্রাই ডের তালিকা

Published On:

শুরুতেই জেনে রাখুন সরকারের তরফে যে দিন গুলিতে মদ ব্রিক্রি বন্ধ রাখা হয়, সেই দিনকেই বলে শুকনো দিন বা Dry Day। ওই দিন গুলিতে সবধরনের মদের দোকান, হোটেল, বার বন্ধ রাখা হয়। আর তা সাধারণত হয়ে থাকে স্থানীয় বা জাতীয় উৎসবের দিন। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে গান্ধী জয়ন্তী ও এমনকি নির্বাচনের দিন গুলিতে মদ বিক্রি নিষিদ্ধ থাকে। তাই প্রতি বছরের মত এ বছরও প্রকাশিত হল সেই শুকনো দিনের তালিকা।

চলুন ভোগান্তি এড়াতে জেনে নেওয়া যাক এ বছরের (২০২১) কোন দিন গুলিতে আপনি কিনতে পারবেন না মদ। নীচে তালিকার মাধ্যমে তা তুলে ধরা হল…

প্রথমেই চোখ বুলিয়ে নেওয়া যাক চলতি মাসের দিকেঃ

 

এপ্রিল থেকে জুন, জানুন কোন দিন গুলি আপনার শুকনো কাটতে চলেছেঃ

জানিয়ে দি, উপরিউক্ত তালিকা অনুসারে জুন মাসে কোনও শুকনো দিন নেই।

জুলাই থেকে সেপ্টেম্বর – এই দিন গুলিতে কিনতে পারবেন না মদঃ

সবশেষে দেখুন অক্টোবর থেকে ডিসেম্বরের সেই শুকনো দিন গুলিঃ

সম্পর্কিত খবর

X