প্রধানমন্ত্রী মোদীর কথা শুনে নিন,লকডাউন পালন করুনঃ চীনে কর্মরত ডাক্তার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতিতে নিয়ে বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে। গবেষকরা অনবরত চেষ্টা করে চলেছে এই রোগের প্রতিষেধক আবিস্কারের জন্য। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন (Lockdown) ঘোষণা করে দেওয়া হয়েছে। নাগরিকদের ঘর থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সতর্কতা মূলক বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে সকলকে।

dr 1

ভারতেও (India) বেশিরভাগ জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু বেশ কিছু মানুষ এই লকডাউনের সিদ্ধান্তকে মেনে নিলেও বেশকিছু মানুষ অগ্রাহ্য করে বেলাগাম হিসাবে রাস্তায় ঘুরে বেরাচ্ছে। এই প্রসঙ্গে ডাক্তার সঞ্জিব চৌবে (Sanjib Choubey) বলেন, ‘এই পরিস্থিতিতে লকডাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যেসকল মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাঁদের পরিবারের লোকজন করোনা আক্রান্ত না হলে, তাঁরা লকডাউনের গুরুত্বটাকে বুঝবে না। তাঁদের একটু বোঝা উচিত পরিস্থিতি এখন কতটা ভয়াবহ। কাজের পরিমাণ কমিয়ে দিয়ে যতটা সম্ভব নিজেদেরকে হোম কোয়ারেন্টিনে রাখতে হবে। লকডাউনের অর্থ হল, ১-২ ঘন্টার মধ্যে আপনি শুধুমাত্র সেইসব জরুরি কাজ করবেন, যা অত্যন্ত জরুরী। কাজ শেষ করে যত দ্রুত সম্ভব আবার ঘরে চলে আসবেন। আক্রান্ত মানুষদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। চীনে কিন্তু লকডাউনের মাধ্যমেই করোনা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে’।

তিনি আরও বলেন, ‘ লকডাউনের মাধ্যেম কম লোক রাস্তায় বেরোলে কম পরিবেশ দূষণ হবে। যাতে করে এই ভাইরাস কম পরিমাণে ছড়াবে। তাই সাধারণ মানুষের কাছে আমরা অনুরোধ আপনারা আগামী কয়েকটা দিন দয়াকরে নিজেদের গৃহবন্দি করে রাখুন। সরকারি পরিষেবার দরুণ আপনাদের কাজ আপনারা বাড়িতে বসেই করুন। পরিবারের সঙ্গে বাড়িতে থেকেই সরকারের সহযোগিতা করুন’।

corona 1

এই প্রসঙ্গে ডাক্তার অরবিন্দ লালও একই কথা বলেন। তিনি বলেন, করোনা আক্রান্তদের জন্য সরকারি তরফ থেকে চিকিৎসা করা হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় কিন্তু ভারতে আক্রান্তের পরিমাণ অনেক কম। শুধুমাত্র যারা বিদেশ থেকে দেশে এসেছিলেন, প্রথমে তাঁদের এবং তাঁদের পরিবারের লোকজনকে আইসোলেশনে রাখা হত। তবে এখন কিন্তু সাধারণ রোগভোগ হলেও ডাক্তারের কাছে চিকিৎসাকের পরামর্শ নেওয়া উচিত। আপনারা অনলাইনে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনাদের বাইরে বেরনোর দরকার নেই। ডাক্তারের তরফ থেকে কর্মী আপনাদের বাড়ি পৌঁছে যাবে। অযথা কেউ আতঙ্কিত হবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর