পড়াশোনার অবসরে তেলেভাজা বিক্রি করে রোজগার করে ছোট্ট শিশু, ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল !

বাংলাহান্ট ডেস্কঃ  আজকাল  সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতে কেউ কেউ দামি বাইক , দামি জামা কাপড় বা দামি রেস্তুইরেন্টের ছবি পোস্ট করে নিজের আভিজাত্য প্রকাশ করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক গরীব ছেলে মেয়ে বাবা ,মায়ের আর্থিক অবস্থার কথা চিন্তা না করে দামি দামি জিনিসের জন্য আবদার করে। এই সময়ে দাঁড়িয়ে ফেসবুকে ভাইরাল হল এক সিঙ্গারা বিক্রেতা শিশু।

ভিডিও তে দেখা যায় এক চতুর্থ শ্রেনীর শিশু সিঙ্গারা বিক্রি করছে। পড়াশুনার পাশাপাশি সে মায়ের সিঙ্গারা বিক্রি করে মা কে সংসার চালাতে সাহায্য করছে। তাঁর এই লড়াইকে কুর্নিশ করছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যে দেখে ফেলেছেন ২০ হাজার নেটিজেন।

Capture 19

লেখাপড়া মানুষকে জীবনের বিভিন্ন প্রান্তে সুপ্রতিষ্ঠিত করতে বিশেষ ভাবে সাহায্য করে ৷ তবে লেখাপড়ার জন্য সব থেকে বড় বিষয় হল ইচ্ছাশক্তি সবাইতো অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ পরিবারে জন্মায়না ৷  সংগ্রাম করে নিজের জায়গা করে নিতে হয় তবেই সমাজ বিশেষ ভাবে মর্যাদা দেয় ৷

https://www.facebook.com/AtikaMirza8224/videos/10158110909801823/

লেখাপড়া করে শুধুই নিজের ডিগ্রি বাড়ানো কখনই উদ্দেশ্য হতে পারেনা লেখাপড়া মানুষকে যোগ্য করে তোলে ৷ দায়িত্বজ্ঞানও বাড়িয়ে তোলে, লেখাপড়া একজন পুরুষ বা নারীকে উপযুক্ত নাগরিক করে তোলে ৷ সব থেকে বড় কথা নিজের মা, বাবা স্বপ্নপূরণ করতে গেলে লেখাপড়া অত্যন্ত জরুরি ৷ অন্তত ছোটবেলা থেকে এমনটাই শিক্ষা দেওয়া উচিৎ পড়ুয়াদের ৷

সম্পর্কিত খবর