বাংলা হান্ট ডেস্কঃ করোনার সঙ্কটের সময় যদি কোন বলিউড অভিনেতার প্রশংসা হচ্ছে তো, তাহলে সোনু সুদের (Sonu Sood) নাম সবার আগে আসছে। রিল লাইফে ভিলেন হলেও, রিয়েল লাইফে তিনিই যে নায়ক সেটা তিনি প্রমাণ করে দিয়েছে। ওনার মানবিক কাজের জন্য গোটা দেশজুড়ে ওনার ভূয়সী প্রশংসা হচ্ছে।
পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য সোনু সুদের সুনাম গোটা দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু এর মধ্যে সোনু সুদের সামনে সবথেকে চ্যালেঞ্জিং একটি কাজ এসেছে।
উল্লেখ্য, একটি ছোট বাচ্চা ট্যুইট করে সোনু সুদের কাছে সাহায্য চেয়েছে। সোনুকে ট্যুইট করা একটি ভিডিওতে ওই ছোট বাচ্চা বলছে যে, তাঁর মাকে তাঁর দিদার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হোক, কারণ তাঁর বাবা এটাই চাইছে। ওই ট্যুইটকে রিট্যুইট করে সোনু জবরদস্ত রিপ্লাইও দেয়।
Very Very Urgent Demand @SonuSood ,So Kindly Notice And Please Fulfill The Same !!!! pic.twitter.com/xtDGfE3Kkx
— Chintan Desai (@chintandesai) May 30, 2020
সোনু ট্যুইট করে লেখেন, এটা আমার কাছে সবথেকে চ্যালেঞ্জিং কাজ। তবে আমি চেষ্টা করবই।
https://twitter.com/SonuSood/status/1266768578402856961
সোনুর রিপ্লাইয়ের পর ওই বাচ্চার ভিডিও (Video) এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই যে, গোটা দেশে পরিযায়ী শ্রমিকদের নিজের খরচে বাড়ি ফেরানোর সাথে সাথে কেরলে ফেঁসে থাকা ১১৭ জন মেয়েকে এয়ারলিফট করে সোনু সুদ তাদের বাড়ি পৌঁছে দিয়েছে। আর এই ঘটনার পর সোনুর শুভাকাঙ্ক্ষী আর অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।