ঠিক যেন ছোট্ট কিয়ারা! ‘শেরশাহ’ ছবির ডিম্পল চিমার অভিনয় করে তাক লাগাল মিষ্টি খুদে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সেরা ছবিগুলির তালিকায় সাম্প্রতিক সংযোজন ‘শের শাহ’ (shershaah)। কার্গিল যুদ্ধে শহিদ ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি। বিক্রম বাত্রা ওরফে শেরশাহের চরিত্রে অনবদ‍্য অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। ওদিকে বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার (dimple cheema) চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আডবানী (kiara advani)।

বিক্রম ডিমার প্রেমকাহিনি চোখে জল এনে দিয়েছে সিনেপ্রেমীদের। শহিদ ক‍্যাপ্টেন বিক্রমের প্রেমকে সম্মান জানাতে এখনো অবিবাহিতই থেকে গিয়েছেন ডিম্পল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ছবির মূল চিত্রনাট‍্যের থেকে পর্দার বিক্রম ও ডিম্পলের অমর প্রেমকথাই বেশি জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে। বলা হচ্ছে, শেরশাহ তে ডিম্পল চিমার চরিত্রটি কিয়ারার সেরা কাজগুলির মধ‍্যে অন‍্যতম‌।


এরই মাঝে নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন দর্শকেরা। কিয়ারার এক ছোট্ট অনুরাগী তাঁর ডিম্পল চিমার চরিত্রের নকল করে দেখিয়েছে। পর্দায় বিক্রম ও ডিম্পলের একটি কথোপকথনের দৃশ‍্যের অভিনয় করেছে সে। একেবারে কিয়ারার মতোই সাদা গোলাপি চুড়িদারে সেজে, সুন্দর মেকআপ করে ক‍্যামেরার সামনে দাঁড়িয়েছে সে।


খুদের কাজলকালো চোখ এবং এই ছোট্ট বয়সেই এমন পাকা অভিনয় দেখে অবাক নেটিজেনরা। বড় হয়ে একজন নামী অভিনেত্রী হওয়ার সমস্ত গুণ এই ছোট্ট মেয়ের মধ‍্যে রয়েছে বলে মনে করেন নেটনাগরিকদের একাংশ। প্রশংসা ও আশীর্বাদ উপচে পড়েছে এই ছোট্ট কিয়ারার জন‍্য।


এর আগেও অভিনেত্রীর এই খুদে অনুরাগীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল। শেরশাহ ছবির জনপ্রিয় রাতান লম্বিয়া গানটির দৃশ‍্যের অভিনয় করে দেখিয়েছিল সে। এছাড়া পর্দায় শেরশাহ অর্থাৎ শহিদ ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার শেষদৃশ‍্যে ডিম্পল চিমা রূপী কিয়ারার কান্নায় ভেঙে পড়ার দৃশ‍্যটিরও অভিনয় করে দেখিয়েছে খুদে।

https://www.instagram.com/reel/CTczsn5IXL6/?utm_medium=copy_link

একই রকম পোশাক পরে ছোট্ট কিয়ারার মতোই দেখতে লাগে তাকে। কিন্তু এত কম বয়সে এত পরিণত অভিনয় সে কীভাবে করছে তা ভেবেই তাজ্জব নেটদুনিয়া। দেশের বাইরে থেকেও খুদের জন‍্য প্রশংসা বার্তা ভেসে এসেছে।

https://www.instagram.com/reel/CTNY6YxIW4O/?utm_medium=copy_link

সম্পর্কিত খবর

X