BanglaHunt,সুন্দরবন ঃ ফণী পুরোপুরি ভাবে গ্রাস করে ফেলেছে গোটা সুন্দরবনকে । ভগ্ন ও জরাজীর্ণ সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের নদী বাঁধ । আর ফণীর প্রভাবে বহু গুন বেড়ে গিয়েছে নদীর জল । মাতাল আকার নিয়েছে নদী ।
আর ভগ্ন প্রায় নদী বাঁধে ফাটল । সেই ফাটল দিয়ে হুড়মুড়িয়ে ঢুকছে নদীর নোনা জল । নদী বাঁধের ফাটল আস্তে আস্তে বড়ো আকার নিতে পারে এমনাই আশঙ্কা গ্রামবাসীদের ।
পাসের রাজ্যে পর এবার বাংলায় ফনী আসতে পারে। এছাড়া সুন্দরবনে একাধিক এলাকায় বাঁধ ভাঁঙছে।