মমতার জন্যেই চালু হয়েছিল এই লোকাল! আচমকাই বন্ধ হল ট্রেনটা, ক্ষেপে লাল সারা বাংলার মানুষ

বাংলাহান্ট ডেস্ক : ১৫ বছর পর বন্ধ হয়ে গেল একটি লোকাল ট্রেন (Local Train)। আচমকা রেলের এহেন সিদ্ধান্তে শুরু হয়েছে প্রতিবাদ। রেলযাত্রী তথা সিঙ্গুরবাসীরা নেমেছেন আন্দোলনে। সিঙ্গুর রেলস্টেশনে শুরু হয়েছে যাত্রীদের বিক্ষোভ। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে আগামী বুধবার থেকে শুরু হবে বৃহত্তর আন্দোলন।

মমতা চালু করা লোকাল (Local Train) বন্ধ

সিঙ্গুরের কৃষি জমি আন্দোলনকে স্মরণে রাখার জন্য আজ থেকে প্রায় ১৫ বছর আগে চালু করা হয় ‘সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেন’। এই লোকাল ট্রেনটি সকাল ৮টা ১২ মিনিটে ছাড়ে সিঙ্গুর স্টেশন থেকে। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকার সময় সূচনা করেন ‘সিঙ্গুর আন্দোলন লোকাল।’

Local Train

তারপর থেকে প্রতিদিন যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে ‘সিঙ্গুর আন্দোলন লোকাল।’ তবে নতুন বছরের শুরুতেই ছন্দপতন। রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই বন্ধ রাখা হবে আজ থেকে প্রায় ১৫ বছর আগে চালু হওয়া ‘সিঙ্গুর আন্দোলন লোকাল।’ রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আজ ১লা জানুয়ারি থেকে বন্ধ রাখা হবে এই লোকাল।

আরোও পড়ুন : পাগলের মতো ভালোবাসতেন পরস্পরকে, মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর!

রেলের (Indian Railways) সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকালে সিঙ্গুর (Singur) স্টেশনে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে ডাকা হয় একটি প্রতিবাদ সভা। বেচারাম মান্না বলেন, দলমত নির্বিশেষে প্রতিবাদস্বরুপ বুধবার সকালে হাওড়া থেকে আসা তারকেশ্বর লোকাল (Local Train) আটকে দেওয়া হবে।

singure

যদিও সিঙ্গুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেছে তৃণমূলের বিক্ষোভকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, ‘সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে তৃণমূলের নেতা-নেত্রীরা রাজভোগ খাচ্ছে, কৃষকদের কথা ভাবছে কোথায়?’ বিজেপির কনভেনার মধুসূদন দাস  বলেন,  “রেলকে বলব আরজি কর আন্দোলনের জন্য প্রতিটি শাখায় একটি করে ট্রেন বাড়ানো উচিৎ তিলোত্তমার নামে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর