বাদুড়ঝোলা ভিড়ে লাফিয়ে বাড়ছে দুর্ঘটনা, মেট্রোর মতোই এবার লোকাল ট্রেনেও বন্ধ হবে দরজা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : লোকাল ট্রেন মাঝেই গাদাগাদি ভিড়। কর্মব্যস্ত সময়ে কিছু কিছু ট্রেনে পা রাখাই দায় হয়ে দাঁড়ায়। বিশেষ করে কয়েকটি রুটের লোকাল ট্রেন (Local Train) ভিড়ের জন্যই ‘কুখ্যাত’ বলা চলে। কোনও রকমে আঁকড়ে ধরে ঝুলে ঝুলে যেতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার খবরও পাওয়া যায়। তবে এবার এই দৃশ্যের পরিবর্তন হতে চলেছে বলে খবর। লোকাল ট্রেনের (Local Train) দরজা এবার থেকে বন্ধ করে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।

লোকাল ট্রেন (Local Train) নিয়ে বিশেষ উদ্যোগ

এসি লোকাল ট্রেন (Local Train) চালু হয়েছে ইতিমধ্যেই। এই শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন গুলিতে অবশ্য মেট্রোর মতোই দরজা বন্ধ রাখার সিস্টেম রয়েছে। তবে এবার নন এসি লোকাল ট্রেনের (Local Train) ক্ষেত্রেও একই রকম ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে। মূলত যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হচ্ছে।

Local train doors will be now shut closed

তৈরি হচ্ছে বিশেষ কোচ: ইদানিং ভিড় ট্রেনে (Local Train) ঝুলে ঝুলে যাওয়ার কারণে দুর্ঘটনার মাত্রা বাড়ছে। গত জুন মাসে ট্রেন থেকে পড়ে গিয়ে মুম্বইতে মৃত্যু হয় চার জনের। আহত হন অন্তত ৯ জন। তারপরেই তৎপর হয়েছে ভারতীয় রেল। তৈরি করা হচ্ছে বিশেষ কোচ, যেখানে ফাইবার গ্লাস প্যানেলের পরিবর্তে রাখা হবে ভেন্টিলেটেড দরজা। তবে শিয়ালদহ বা হাওড়া ডিভিশনের ট্রেনে (Local Train) এখনই থাকছে না এই ব্যবস্থা। আপাতত সেন্ট্রাল রেলওয়ে এই বিশেষ ব্যবস্থা করছে।

আরও পড়ুন : হু হু করে বাড়বে সুগার, ডায়াবিটিসের রোগী হলে ভুলেও হাত বাড়াবেন না এই ফলগুলির দিকে

সুরক্ষার জন্যই এই উদ্যোগ: দুর্ঘটনার পর সুরক্ষা বাড়াতেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেন্ট্রাল রেলের এক আধিকারিক জানান, ভেন্টিলেটেড দরজা লাগানো কোচ এখনও অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। ট্রেন ম্যানেজার এবং মোটরম্যান এই দরজা অপারেট করবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : দীর্ঘ ১৫ বছর পেরিয়ে জুটিতে ছোটপর্দায় ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে?

উল্লেখ্য, এর আগে পশ্চিম রেলওয়ের তরফেও দরজা বন্ধ রাখা কোচের ব্যবস্থা করা হয়েছিল। ২০১৯ সালেই এমন তিনটি কোচ ট্রেনে যুক্ত করার কাজ শুরু হয়েছিল। কিন্তু অতিরিক্ত ভিড়ের চাপে পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সেন্ট্রাল রেলওয়ের প্রোজেক্ট কতদূর কার্যকর হয় সেটাই দেখার।