বড় খবর : চালু হতে চলেছে লোকাল ট্রেন, বাংলাকে চিঠি দিল ভারতীয় রেল

আনলকডাউনে সবই খুলে গিয়েছে, কিন্তু লোকাল ট্রেন (local train) চালু করেনি ভারতীয় রেল (Indian railways)   । এই নিয়ে গত কয়েকদিন জনতা ও রেল পুলিশের মধ্যে খন্ডযুদ্ধ বেঁধেছে সোনারপুর থেকে পান্ডুয়া। জনতার বক্তব্য, সবই যখন খুলে গিয়েছে রেল খুলতে বাধা কোথায়?

images 59 2
A local train of Kolkata

 

জানা যাচ্ছে, এবার সেই ইচ্ছেতেই শিলমোহর দিতে চলেছে ভারতীয় রেল। লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। তারা চিঠিতে জানিয়েছে, রেলের লোকাল ট্রেন চালু করতে কোনো অসুবিধা নেই। রাজ্যের সবুজ সংকেত মিললেই তা চালু হতে পারে। লোকাল ট্রেনের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করতেও চেয়েছে রেল।

লোকাল ট্রেন শহর কলকাতা ও শহরতলির লাইফলাইন। প্রতিদিন লাখে লাখে নিত্যযাত্রী আসেন কলকাতার শিয়ালদহ ও যমজ শহর হাওড়া স্টেশন হয়ে নিজেদের কর্মক্ষেত্রে। করোনা পরিস্থিতিতে আনলক পর্ব চালু হলেও এই লাইফলাইন ফের চালু করা সম্পর্কে এতদিন কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি মোদি সরকার। এর আগে রাজ্য সরকারের তরফেও রেলের কাছে লোকাল ট্রেন চালানোর অনুরোধ করা হয়।

ট্রেন শুরু হলে মানতেই হবে সামাজিক দূরত্ব বিধির নিয়ম। সেই নিয়ম যাতে সঠিক ভাবে মেনে চলেন যাত্রীরা তাই ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে যাত্রীর দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। শিয়ালদহ – বনগাঁ, শিয়ালদহ – হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনেই জোর কদমে চলছে এই কাজ। প্ল্যাটফর্ম গুলিতে সাদা বা হলুদ রঙের গোল দাগ দেওয়া হচ্ছে নির্দিষ্ট দূরত্ব অন্তর।

লোকাল ট্রেন চালু হওয়ায় আশার পাশাপাশি অন্য প্রশ্নও উঠছে। বিশেষ করে শিয়ালদহ – বনগাঁ শাখার যারা নিত্যযাত্রী তারা প্রত্যেকেই জানেন প্রতিদিন কিভাবে অসম্ভব ভিড় হয় এই শাখায়৷ অন্যান্য শাখাগুলির হালও কমবেশি একই। সব মিলিয়ে ট্রেন চললে সামাজিক দূরত্ব কতটা মেনে চলা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

 

ad

সম্পর্কিত খবর