রেস চলছে বন্দে ভারতের সঙ্গে লোকালের! কোলাঘাটে টপকে গেল একবার, দেখুন ড্রোন ভিডিয়ো

বাংলাহান্ট ডেস্ক : রেস দেখতে ভালোবাসে না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কেউ কেউ তো আবার এই রেসের জন্যেই হাজার হাজার টাকা মাসে মাসে উড়িয়ে দেয়। সেই রেস  হোক না ঘোড়ার বা যানবাহনের সবেতেই কিন্তু মজা আছে। এবার ট্রেনের সঙ্গে ট্রেনের রেস দেখে মজা নিল আমজনতা। বলা বাহুল্য, সেটাও আবার যেকোন ট্রেন নয়, লোকাল ট্রেনের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস।

আর এই ‘রেস’ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।ড্রোনের মাধ্যমে তোলা হয়েছে এই ‘রেস’-র ভিডিয়ো। যে দৃশ্যটা দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনারও। তবে ভিডিওটি কিন্তু  কোন  বাইরের দেশের নয়। পশ্চিমবঙ্গেরই কোলাঘাটে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে  বাঁ-দিকের লাইন দিয়ে একটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটে চলেছে।

আরোও পড়ুন : শীতের সন্ধ্যায় জমিয়ে ফ্রায়েড মোমো! জলপাইগুড়ির ক্যাফেতে হাজির বিচারপতি গঙ্গোপাধ্যায়, তারপর?

কিছুক্ষণ পরে ডানদিক থেকে একটি লোকাল ট্রেন চলে আসে। খুব সহজেই  বন্দে ভারত এক্সপ্রেসকে টপকে যায় সেই লোকাল ট্রেন। আর তা দেখেই বেজায় চোটেছে হাই স্পিড বন্দে ভারত যার নামের সঙ্গে হাইস্পিড আর ভারত যুক্ত, সে কি কখনো পিছনে থাকতে পারে? প্রথম দিকে বন্দে ভারতের লাইনটা কিছুটা বাঁকা থাকায় লোকাল ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেসকে ছেড়ে যায়।

আরোও পড়ুন : উচ্চমাধ্যমিক পাস হলেই ঘরে বসে মিলবে ২৫০০ টাকা! যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা সরকারের

পরে সমান্তরাল জায়গায় পাশাপাশি আসতেই নিজের আসল ক্ষমতা দেখাতে ভোলেনি বন্দে ভারত এক্সপ্রেস। চোখের নিমেষে হু হু করে লোকাল ট্রেনকে পেরিয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস যার সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিলোমিটার হলেও আপাতত ওই লাইনে সর্বোচ্চ ১৩০ কিমি বেগে দৌড়ানোর অনুমতি দিয়েছে রেল।

তবে ওই ভিডিয়ো কবে তোলা হয়েছে, সেটা জানানো হয়নি। তাছাড়া সেটি কোন বন্দে ভারত এক্সপ্রেস ছিল,  সেই  ভিডিওতে সেটা  না বলা  হলেও, যেহেতু কোলাঘাটে দিনের বেলায়  ‘রেস’ হচ্ছিল, তাই সেটি  রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সেটা বুঝতে কারো কিন্তু একটুও অসুবিধা হয়নি। কারণ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস যখন কোলাঘাট পার করে, তখন সন্ধ্যা সন্ধ্যা নেমে আসে ।

 

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর