পরিস্থিতি বেসামাল, ফের বাড়ানো হতেই পারে লক ডাউন

করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩ রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে সব রাজ‍্য। কিন্তু এখন শোনা যাচ্ছে এই মেয়াদ আরো বাড়বে। কারণ পরিস্থিতি এখন আরো বেগতিক।
পৃথিবীর কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় এসে দাঁড়িয়েছে করোনা মোকাবিলা, কি করবে সেই পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের উন্নত দেশগুলো ইতালি, ফ্রান্স, আমেরিকার মতো দেশগুলো কার্যত হিমশিম খেতে হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে এছাড়া মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

corona virus getty

করোনা মুক্ত হওয়ার জন্য, প্রত্যেক ভারতবাসী অক্লান্ত সহযোগিতা করছে।এমনকি রাজ্যে আর কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতেও সতর্কতা জানানো হয়েছে।চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।

সম্পর্কিত খবর