বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শনিবার লকডাউন (Lockdown) বাড়ানো অথবা খতম করা নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Minister) সাথে ভিডিও কনফারেন্সিং (Video Conference) এর মাধ্যমে কথা বলবেন। শোনা যাচ্ছে যে, ভারতে (India) করোনাভাইরাসের (Coronavirus) বর্ধিত মামলা দেখে, ১৪ই এপ্রিল খতম হওয়া লকডাউন আরও বাড়ানো হবে।
অনেক রাজ্য এই লকডাউন বাড়ানো নিয়ে সহমত পোষণ করেছে। আরেকদিকে উড়িষ্যা লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই কাজ করা দেশের প্রথম রাজ্য উড়িষ্যা। আর উড়িষ্যার পর পাঞ্জাবও লকডাউনের সময়সীমা ১লা মে পর্যন্ত পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর আগে সমস্ত দলের নেতাদের সাথে লকডাউন নিয়ে আলোচনা করে তাঁদের সিদ্ধান্ত জানা হয়েছে। বেশীরভাগ দলই লকডাউন বাড়ানোর পক্ষে।
আরেকদিকে, আজ শনিবার করোনার সমস্যার সাথে মোকাবিলা করার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে উনি আজ নাহলে কাল আবারও দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন বাড়ানোর সাথে সাথে কয়েকটি বড় ঘোষণা করতে পারেন।
উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রীর তরফ থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংসদে বিভিন্ন দলের সংসদীয় দলের নেতাদের সাথে হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, শনিবার তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরামর্শ নেবেন। প্রায় সব দলই লকডাউন বাড়ানোর জন্য সহমতি পোষণ করেছিল।
এর আগে তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সমেত কিছু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে লকডাউনের সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন।