করোনার বিরুদ্ধে লড়াইতে ১ কোটি টাকা দিলেন বিজেপি লকেট চ্যাটার্জী

এই মুহূর্তে করোনা নিয়ে সংকটে গোটা জীবকূল। আর তার থেকেও ভয়ানক সংকটে মানব জীবন। পৃথিবীর অন্য প্রান্তে করোনা পরিস্থিতি এতটাই খারাপ যে সেই তুলনায় এখনো পর্যন্ত ভারত কষ্ট করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে ভারতের করোনা আক্রান্ত প্রায় ৪৫০ এর অধিক। ইতিমধ্যে ৮জন মারা গেছেন। আর এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে মুকেশ আম্বানি এবং আনন্দ মহিন্দ্র।

তারা ভারতের সাধারণ মানুষের চিকিৎসার জন্য অনেক সাহায্য করছেন। আর এবার পশ্চিমবঙ্গ করোনা রুখতে হুগলির জেলাশাসকের হাতে এক কোটি টাকা তুলে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বাংলায় এই মুহূর্তে করোনা প্রতিরোধে সব জায়গায় লক ডাউন করা হয়েছে।হুগলির জেলাশাসককে আর্থিক সাহায্যের ব্যাপারে আজই মেল করেছেন লকেট । এর আগে অবশ্য পুরুলিয়ার সাংসদ এভাবেই আর্থিক সাহায্য করেছেন।

আর এবার সে পথে হাঁটলেন লকেট। করোনাভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, অ্যাম্বুল্যান্স কেনা, বা মাস্ক বিলি, সব কাজেই এই অর্থ ব্যয় করা যাবে।

টাকা দেওয়ার পাশাপাশি তিনি জানান “আগামীদিনে আমি আবারও সাহায্যের জন্য তৈরি। সামনে কেমন দিন আসছে, তাতো এখনই বলা যাচ্ছে না। এখনই যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে কখন দাঁড়াব?’’ আর এভাবেই বিপদের পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ালেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী।

ad

সম্পর্কিত খবর