বাংলা হান্ট ডেস্ক : বাংলা (West Bengal) ও ত্রিপুরা (Tripura) দুই রাজ্যে বিজেপির হাওয়া কেমন? কেমনই বা রাজনৈতিক পরিস্থিতি ওখানের। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রশ্ন করলেন বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছে। জানা যাচ্ছে, গতকাল মঙ্গলবার, সংসদের মধ্যে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে মোদির সঙ্গে দেখা করেন লকেট (Locket Chatterjee)। সেখানেই বাংলা এবং ত্রিপুরা নিয়ে খোঁজ নেন নমো।
গত সপ্তাহে ত্রিপুরায় ভোট প্রচারে (Tripura Assembly Elections) গিয়েছিলেন লকেট। ত্রিপুরায় তিনি কী দেখে এসেছেন, কী বুঝেছেন তা লকেটের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। ত্রিপুরায় মারাত্মক রাজনৈতিক টালমাটালের মধ্যে বিজেপির (BJP) অবস্থা কেমন তা জানতে চান তিনি। লকেট বলেন ত্রিপুরায় বিজেপি ভালে ফল করে আবার ক্ষমতায় আসবে। এটা শুনেই বেশ খুশি হন নমো। শুধু তাই নয়, লকেটকে বাংলায় ভালভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলেও জানা যাচ্ছে। মোদি নাকি লকেটকে বলেছেন ‘আমাদের ভালো ফল করার সম্ভাবনা রয়েছে, ভালো করে কাজ করুন।’
সংবাদমাধ্যমকে লকেট জানান, ‘মোদিজির সঙ্গে বাংলা নিয়ে কথা হয়েছে। উনি বলেছেন বাংলার আমাদের ভালো ফল করার সম্ভাবনা রয়েছে, আরও ভালে করে কাজ করতে বলেছেন। নতুন বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাই দেখা করতে গিয়েছিলাম। গুজরাট ভোটের বিজেপির বিপুল জয়ের পরে এদিনই প্রথম দেখা হওয়াতে আমি অভিনন্দন জানাতেই তিনি বাংলার (West Bengal) কথা জানতে চান। বাংলায় কোথায় কোথায় আমাদের কাজের সুযোগ রয়েছে তা আমি জানাই। তিনিও মন দিয়ে কাজ করতে বলেছেন।’
কেন্দ্রীয় স্তরে বেশ কিছুটা বাড়তি গুরুত্ব পান লকেট। উত্তরাখণ্ডের নির্বাচনেও তিনি দলের দায়িত্বে ছিলেন। সেখানে সাফল্য পান। হিমাচল-সহ অন্যান্য রাজ্যের প্রচারেও দায়িত্ব পেয়েছিলেন লকেট। বিজেপির দলীয় সূত্রে খবর, লকেটের লড়াকু মানসিকতাকে অন্য রাজ্যে ব্যবহার করেছে পদ্ম শিবির। তাঁর কাছেই এবার ত্রিপুরার (Tripura) খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।
তবে এই প্রথম নয়। মাঝেমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদের দফতরে দেখা করতে হাজির হন লকেট। কানাঘুষো রয়েছে, মোদির দফতরে লকেটের এই যখনতখন যাতায়াত নিয়ে বঙ্গ বিজেপির ভিতরে অনকেই মনেই বেশ ক্ষোভ রয়েছে। তবে শুধু লকেট নয়, বাংলার অনেক নেতাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন সময় তাঁর দফতরে হাজির হন। কিছু দিন আগেই বাংলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয় নমোর। তারপর, সাংসদ সৌমিত্র খাঁকেও দেখা যায় নরেন্দ্র মোদি এবং অমিত শাহর সঙ্গে একান্তে বৈঠক করছেন।