ফের হাই ভোল্টেজ টক্কর নন্দীগ্রামে! কে হচ্ছেন বিজেপির প্রার্থী? ফাঁস করে দিলেন লকেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গত একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের দিকে ছিল সকলের নজর। একুশের নির্বাচনে এই নন্দীগ্রামেই সম্মুখ সমরে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। শেষমেষ জয়ের হাসি হাসেন বিরোধী দলনেতা। ছাব্বিশ এর নির্বাচনেও (Locket Chatterjee) এই কেন্দ্র রয়েছে চর্চায়। এবার কে হবেন এখানে প্রার্থী?

বিজেপি প্রার্থীর নাম ঘোষণা লকেটের (Locket Chatterjee)

উল্লেখ্য, আগামী নির্বাচনের জন্য এখনও তৃণমূল বা বিজেপি কেউই প্রার্থী তালিকা ঘোঘণা করেনি। এবারও এখানে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখা যাবে কিনা তা নিয়েও বাড়ছে জল্পনা। তবে বিরোধী দলনেতা নিজেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত।

Locket chatterjee revealed nandigram bjp candidate

নাম ফাঁস করলেন লকেট: এদিকে দল চুপ থাকলেও নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর নাম ফাঁস করেই দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। রবিবার হুগলিতে একটি সভায় উপস্থিত ছিলেন লকেট।

আরও পড়ুন : হয়ে যান সতর্ক! বিমানে যাত্রীরা আর ব্যবহার করতে পারবেন না এটি, DGCA জারি করল নির্দেশিকা

কী বলেছেন প্রাক্তন সাংসদ: সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দীগ্রামে সম্ভাব্য বিজেপি প্রার্থীর নাম জানিয়ে দিলেন লকেট। এদিন তিনি জোর গলায় বলেন, ‘এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতবেন’।

আরও পড়ুন : TRP অস্তাচলে, দীর্ঘ ৫ বছর পর জলসার সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

অর্থাৎ একুশের পর ছাব্বিশেও ফের বিরোধী দলনেতাকে নন্দীগ্রাম আসন থেকে দাঁড় করানোর পরিকল্পনা করছে বিজেপি। অন্তত লকেটের কথায় পাওয়া গিয়েছে তেমনই ইঙ্গিত। তবে প্রাক্তন সাংসদ নাম প্রকাশ করে দিলেও এবিষয়ে কোনও মন্তব্য করেনি বিজেপি।