কোটিপতি, পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী! কল্যাণের প্রাক্তন জামাই BJP প্রার্থীর ইতিহাস চমকে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ বিষ্ণুপুরের মতো শ্রীরামপুরেও ‘পারিবারিক লড়াই’ দেখতে পাবে রাজ্যবাসী। বিষ্ণুপুরে মুখোমুখি প্রাক্তন দম্পতি, অপরদিকে হুগলির শ্রীরামপুরে প্রতিপক্ষ প্রাক্তন শ্বশুর-জামাই। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তৃণমূলের পোড় খাওয়া রাজনীতিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে তাঁরই প্রাক্তন জামাই কবীর শঙ্কর বোসকে (Kabir Shankar Bose)।

জানা যাচ্ছে, শ্রীরামপুরের বিজেপি (BJP) প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০০৫ সালে ইংল্যান্ড থেকে এলএলবি পাশ করেন কবীর শঙ্কর। এরপর ২০০৬ সালে সুইৎজারল্যান্ডের লসেন বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। দীর্ঘ সময় ধরে গেরুয়া শিবিরের অংশ তিনি। একুশের বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছিল বিজেপি। তবে সেবার তৃণমূলের সুদীপ্ত রায়ের কাছে প্রায় ২৩,০০০ ভোটে পরাজিত হন কবীর শঙ্কর (Kabir Shankar Bose)।

একুশের বিধানসভা নির্বাচনে ডাক্তার সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হওয়ার পর শ্রীরামপুরে আর সেভাবে দেখা যায়নি কবীর শঙ্করকে। তবে বিগত কয়েকদিনে ফের আনাগোনা বেড়েছিল তাঁর। তখন থেকেই প্রার্থী হওয়ার জল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছিল। এরপর বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তাঁর নাম।

আরও পড়ুনঃ মিমি-নুসরতই নেই TMC-র তারকা প্রচারকের লিস্টে! BJP-র তালিকায় রয়েছে বিরাট চমক

শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর ২০১০ সালে কল্যাণ-কন্যা প্রমিতির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। রাজনীতির ময়দানেও খুব বেশিদিন হয়নি কবীর শঙ্করের। ২০১৯ সালে রাজনীতির আঙিনায় পা রাখেন। এবার প্রাক্তন শ্বশুরমশাইয়ের বিরুদ্ধেই ভোটে দাঁড়ালেন তিনি।

serampore bjp candidate kabir shankar bose

পেশায় আইনজীবী কবীর শঙ্করের বিরুদ্ধে শ্রীরামপুর এবং তালতলা থানায় ৩টি ক্রিমিনাল কেস রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুসারে, ২০১৯-২০ সালে তাঁর আয়ের পরিমাণ ছিল ১৯ লাখ ১৯ হাজার ৪১০ টাকা। শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকার। সব মিলিয়ে, সেই সময় দাঁড়িয়ে প্রায় ৫ কোটির সম্পত্তি ছিল কবীর শঙ্করের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর