বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দু’দফার ভোটগ্রহণ। এখনও বাকি রয়েছে পাঁচ দফা। তার আগে রাজ্যে সভা করছেন একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী। সম্প্রতি রাজ্যে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এবার তাঁর সভায় যোগ দেওয়ায় মারধর করা হল বিজেপি কর্মীদের!
অভিযোগ, যোগী আদিত্যনাথের সিউড়ি সভায় অংশ নেওয়ায় বিজেপির (BJP) বেশ কিছু কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সিউড়িতে এই সভা হয়েছে। সেদিনই মধ্যরাতে সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা কিছুজন বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
এই ঘটনার জেরে আহত হয়েছেন তিনজন বিজেপি কর্মী। তাঁদের ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির দাবি, যোগী আদিত্যনাথের সভায় যোগ দেওয়ার কারণে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে এই আক্রমণ চালানো হয়েছে।
আরও পড়ুনঃ ভোটের মাঝেই জোর ধাক্কা! বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট ‘দুঃসংবাদ’, উড়ল রাতের ঘুম!
গেরুয়া শিবিরের দাবি, গতকাল সকালে তৃণমূলের নেতাদের তরফ থেকে যোগী আদিত্যনাথের সভায় যেতে বারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিজেপির কর্মী সমর্থকরা সেই সভায় অংশ নেন। সেই কারণেই গতকাল রাতে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
এদিকে গতকাল রাজ্যে তিনটি সভা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। প্রথমে বহরমপুর লোকসভা কেন্দ্রের পদ্ম প্রার্থী নির্মলকুমার সাহার সমর্থনে প্রচার করেন যোগী। এরপর বীরভূমের দলীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে সিউড়িতে সভা করেন তিনি। দু’টি সভা থেকেই রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা। রামনবমীর দিন বাংলায় হওয়া অশান্তি নিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি।