বাংলা হান্ট ডেস্কঃ এক-দুই বছর নয়, দীর্ঘ ৪৭ বছরের ঐক্য! সাড়ে চার দশক নেহাত কম নয়। তবে চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে সেই ঐক্যে ফাটল ধরেছে। পুরুলিয়া, জঙ্গলমহলের নানান সভায় সিপিএম (CPIM) বলছে, ‘সিংহ ছাপে ভোট নয়’। ভোটের মুখে শরিক দল ফরওয়ার্ড ব্লক (Forward Bloc) সম্বন্ধে সিপিএমের এহেন মন্তব্যে বিভ্রান্তি ছড়িয়েছে জঙ্গলমহল এলাকায়।
এই এলাকায় এমন অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানকার মানুষ ভোট দেওয়া মানেই বুঝতেন সিংহ ছাপকে। চিত্ত মাহাতো, বীর সিং মাহাতোর নাম আজও মনে আছে অনেকের। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই সিংহ ছাপ থেকেই মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলছে সিপিএম। বরং বামফ্রন্টের সিদ্ধান্ত অনুসারে কংগ্রেসের (Congress) ‘হাত’ ধরার ডাক দিচ্ছেন তারা।
সিপিএমের এহেন প্রচারে এখানকার মানুষ খানিক অবাক হয়েছেন। জানা যাচ্ছে, দলের অন্দরেও বিষয়টি নিয়ে রিপোর্ট হয়েছে। কিন্তু তা সত্ত্বেও একই প্রচার চালিয়ে যাচ্ছেন তারা। বৃহত্তর স্বার্থে কংগ্রেসের ‘হাত’ ছাপে ভোট দেওয়ার ডাক দিচ্ছেন।
আরও পড়ুনঃ OMR পুনর্মূল্যায়ন নাকি নতুন করে পরীক্ষা! কীভাবে হবে SSC পুনর্নিয়োগ? হাই কোর্ট কী বলছে?
সম্প্রতি ঝালদার একটি বিদ্যালতে কংগ্রেস-সিপিএমের যৌথ কর্মীসভায় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, ‘সিংহ ছাপে ভোট দেবেন না’। তিনি বলেন, ‘বামফ্রন্টের সিদ্ধান্ত শরিক দলকে মান্যতা দিতে হবে। ২টি শরিক দল মান্যতা দিলেও, ফরওয়ার্ড ব্লক দিচ্ছে না। মানুষের মধ্যে যাতে বিভ্রান্তি না ছড়ায় সেই জন্যই আমরা বামফ্রন্টের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। সিংহ চিহ্নে ভোট দেবেন না, হাত ছাপে দেবেন’।
এখানেই না থেমে অমিয় বলেন, ‘দেশে একটা বিরাট বিপদ এসেছে। সেই বিপদের বিরুদ্ধে বামফ্রন্ট কিংবা অন্য দলগুলো একা লড়ে সামলাতে পারবে না। সেই কারণে কাছাকাছি আসার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। নাহলে বিজেপি গোটা দেশটাকে ধ্বংস করে দেবে’। এরপর ফরওয়ার্ড ব্লকের প্রতি আক্রমণ শানিয়ে বলেন, ‘বামফ্রন্ট একটা যৌথ পরিবার। যেখানে বাবা-মা এবং পাঁচ ছেলে আছে। তবে ফরওয়ার্ড ব্লক সেটা বুঝছে না। বামফ্রন্টের নীতি অনুসারে, এই আসনে তাদের লড়াই করা উচিত নয়’।
সিপিএমের কথায়, এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত চিত্ত মাহাতো, বীর সিং মাহাতো লড়েছেন। তাঁরা সাধারণ মানুষকে সিংহ ছাপে ভোট দেওয়ার কথা বলেছেন। তবে এখন পরিস্থিতি বদলেছে। এখন সিংহ ছেড়ে হাত চিহ্নে ভোট দেওয়ার ডাক দিচ্ছেন তাঁরা। এদিকে সিপিএমকে পাল্টা দিয়েছে ফরওয়ার্ড ব্লকও। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম সিনহার কথায়, ‘কংগ্রেসের সঙ্গে সিপিএমের নতুন প্রেম হয়েছে। ওঁরা একেবারে দেউলিয়া হয়ে গিয়েছে, সেই জন্য কংগ্রেসকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করছে। কংগ্রেসের পা ধরে সাংসদ হতে চাইছে। একুশের বিধানসভায় বাঘমুন্ডি আসনে কংগ্রেসকে সমর্থন করলেও জেতাতে পারেনি, এবারও পারবে না’।