বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল কেমন হতে চলেছে তা নিয়ে একাধিকবার ভবিষ্যদ্বাণী করেছেন দুঁদে ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিজেপি কেমন ফলাফল করবে তা নিয়ে বেশ কয়েকবার বলতে শোনা গিয়েছে তাঁকে। এমনকি বাংলায় গেরুয়া শিবিরের (BJP) ফলাফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এই মূল্যায়নের কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এবার নিন্দুকদের পাল্টা দিলেন প্রশান্ত।
সম্প্রতি একটি সাক্ষাৎকারের সময় সাংবাদিক করণ থাপারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায় পিকে-কে (PK)। তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) যে মূল্যায়ন করছেন, সেটা নিয়ে তিনি কতখানি নিশ্চিত? কারণ হিমাচল প্রদেশে বিধানসভা ভোটের ফলাফল নিয়ে প্রশান্ত যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা ভুল প্রমাণিত হয়েছিল।
এই সাক্ষাৎকারের একটি অংশ সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দাপুটে এই ভোটকুশলী জল খাচ্ছেন। ‘জল পান করা ভালো। কারণ এটা শরীর এবং মন দু’টোকেই হাইড্রেটেড রাখে’। এই অংশটি পিকে নিজেও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেই সঙ্গেই বাংলার বিধানসনা নির্বাচনের রেজাল্টের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘পুনশ্চঃ ০২ মে, ২০২১ বাংলার ফলাফলের কথা মনে রাখবেন’।
আরও পড়ুনঃ চলবে তাণ্ডব! ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়বৃষ্টি কলকাতা সহ এই জেলাগুলিতে: আবহাওয়ার খবর
এবারের নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করবে, এই বিষয়ে একপ্রকার নিশ্চিত পিকে। উনিশের ভোটের পুনরাবৃত্তি কিংবা তার চেয়েও এবার ভালো রেজাল্ট করতে পারে গেরুয়া শিবির, দাবি করেন তিনি। বিজেপি কতগুলি আসন পাবে জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘এই বিষয়ে আমি যা পর্যবেক্ষণ করেছি এবং আমার যে অভিজ্ঞতা রয়েছে তাতে আমার মনে হয় বিজেপি ২০১৯ সালে যা আসন পেয়েছিল তা কমতে দেখছি না’।
পিকে-র কথায়, ‘উনিশ সালে ওদের যা আসন ছিল মোটামুটি তারই পুনরাবৃত্তি কিংবা তার থেকে ভালো ফলাফল দেখতে পাচ্ছি আমি’। একইসঙ্গে কংগ্রেসের ‘রেজাল্ট’ কেমন হবে তা নিয়েও পূর্বাভাস দিয়েছেন তিনি।
প্রশান্ত বলেন, ‘ওরা কোথায় থাকবে সেটা জানি না। কিন্তু মনে হয় না, কংগ্রেস ১০০ পাবে। কারণ ওরা যদি ১০০ পায় তাহলে বিজেপি ৩০০ পাবে না’। কংগ্রেসের আসন সংখ্যা কত হবে তা নিশ্চিত করে বলতে পারবেন কিনা জিজ্ঞেস করায় পিকে বলেন, ‘এটা আমি জানি না। গর্তের কোনও তল নেই!’