তৃণমূল থেকে বিজেপি, বাংলায় কোন দলের ঝুলিতে কত আসন? চমকে দেবে সমীক্ষার ফলাফল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা বেজে গিয়েছে। শনিবার পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। মোট সাত দফায় হবে এবারের ভোট। উনিশের লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে উঠেছিল গেরুয়া ঝড়। চব্বিশে কী হবে? বাংলায় কোন দল কত আসন জিতবে? এই নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা।

উনিশের লোকসভা ভোটে রাজ্যে চমকপ্রদ ফলাফল করেছিল বিজেপি (BJP)। ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছিল পদ্ম-শিবির। গেরুয়া ঝড়ের সামনে রীতিমতো বেসামাল হয়ে গিয়েছিল জোড়াফুল (TMC)। চব্বিশেও কি তার পুনরাবৃত্তি হবে? নাকি একুশের বিধানসভা ভোটের মতো লোকসভা নির্বাচনেও রাজ্যে উঠবে সবুজ ঝড়?

এদিকে গত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। ৩৪ থেকে একধাক্কায় তাঁদের আসন সংখ্যা হয়ে যায় ২২। চব্বিশের ভোটেও কি তেমনই হবে নাকি গতবারের ভুল শুধরে এবার আসন সংখ্যা বাড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? অন্যদিকে ২০১৯ লোকসভা ভোটে ২টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। বামেদের ঝুলি ছিল ফাঁকা। এবার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে এল এবিপি সি-ভোটারের (C-Voter Opinion Poll) জনমত সমীক্ষার ফলাফল।

আরও পড়ুনঃ চার’খানা সেলাই, প্রচুর রক্তক্ষরণ! ‘দুর্ঘটনা’র দুদিন পর এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী?

সি-ভোটার সমীক্ষা অনুযায়ী, আসন্ন ভোটে ফের বাংলায় উঠতে পারে গেরুয়া-ঝড়। গত বছর ১৮টি আসনে জয়ী হয়েছিল পদ্ম-শিবির। এবার সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১৯টিতে। অপরদিকে তৃণমূল জিততে পারে ২৩টি আসন। এই বছর বাম এবং কংগ্রেসের ঝুলি ফাঁকা থাকতে পারে। অর্থাৎ গত লোকসভা ভোটে ২টি আসনে জয়ী হলেও এই বছর কংগ্রেসের ঝুলি শূন্য হতে পারে। বামেদের ক্ষেত্রেও এক অবস্থা!

tmc and bjp flags

সি-ভোটার জনমত সমীক্ষা অনুসারে, চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দু’টি দলই ৪২% ভোট পাবে। এছাড়া বামেরা পাবে ৪%, কংগ্রেস ৩% এবং অন্যান্য দল মিলিয়ে ১০% ভোট পেতে পারে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর