অনেক কারখানা হয়েছে! ‘চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট’, রাজ্যে শিল্প নিয়ে দাবি রচনার

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি হল হুগলি। একদিকে ‘দিদি নম্বর ওয়ান’ রচনা (Rachana Banerjee), অন্যদিকে দাপুটে নেত্রী লকেট! একদা দুই সতীর্থই এবার মুখোমুখি রাজনীতির ময়দানে। ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রচারও শুরু করে দিয়েছেন কমবেশি প্রত্যেক প্রার্থী। সম্প্রতি যেমন ভোট প্রচারে বেরিয়ে রাজ্যে শিল্প-কারখানা নিয়ে মুখ খোলেন জোড়াফুল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সিঙ্গুরের ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন ‘দিদি নম্বর ওয়ান’। মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহা পট্টিতে যান রচনা। দেওয়াল লিখনেও হাত লাগাতে দেখা যায় তাঁকে। এরপর হুগলি লোকসভা কেন্দ্রের (Hooghly Lok Sabha Constituency) ৭টি বিধানসভার বিধায়ক এবং দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূল প্রার্থী। প্রচারের কৌশল, রোড শো কবে হবে এসব বিষয়েই আলোচনা হয় বলে খবর।

এদিন বৈঠক শেষে লোহা পট্টিতে একটি কর্মীসভা করেন রচনা। এরপর ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রে যান তিনি। সেখান থেকে চুঁচুড়া তালডাঙ্গার রাজরাজ্যেশ্বরী মন্দিরে গিয়েও পুজো দেন অভিনেত্রী। এসবের মাঝে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন। যে সিঙ্গুর থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতার লড়াই শুরু, সেই সিঙ্গুরের মাটি থেকেই লড়াই শুরু করার কথা বলেন রচনা। পাশাপাশি জয়ের বিষয়েও আশাবাদী বলে জানান তিনি।

আরও পড়ুনঃ ‘শুভেন্দু মারলে মমতা মরেই যেত’, মুখ্যমন্ত্রীর কপালের চোট নিয়ে বিস্ফোরক শিশির অধিকারী

হুগলির তৃণমূল প্রার্থী বলেন, ‘জেতার বিষয়ে আমি একশো শতাংশ আশাবাদী। হুগলির মানুষ আমায় নির্বাচন করে আগামী ৫ বছরে রচনা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছে দেখে নেবেন। আমার প্রতিদ্বন্দ্বী আমার থেকে অনেক সিনিয়র। হয়তো রাজনীতি বেশি বোঝেন, তিনি অনেক কাজও করেছেন’।

rachana banerjee in hooghly for lok sabha election 2024 campaign

এরপর শিল্প প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় রচনাকে। জবাবে তিনি বলেন, রাস্তা দিয়ে আসার সময় প্রচুর ধোঁয়া দেখেছেন। ধোঁয়ার কারণে রাস্তা অন্ধকার হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী। হুগলির জোড়াফুল প্রার্থীর কথায়, ‘আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। এত কারখানা হয়েছে, তাহলে কী করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরও হবে। দিদি যদি থাকে আরও অনেক হবে’। এখানেই না থেমে রচনা দাবি করেন, রাজ্য মানচিত্রে হুগলিকে সবার ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। সেই লড়াইয়ে সবাইকে একজোট হওয়ার ডাক দেন তৃণমূল নেত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর