১৬ জুনের আগে ফল ঘোষণা! বাংলায় কত দফায়, কবে কোথায় ভোট? দিনক্ষণ ঘোষণা কমিশনের

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঢাকে কাঠি পড়ে গেছে। সমস্ত দলই এখন নিজ নিজ রণতরী নিয়ে তৈরি। শেষ পর্যায়ের প্রস্তুতিও প্রায় সারা। অপেক্ষা ছিল কেবল দিন (Lok Sabha Election Date) ঘোষণার। অবশেষে সকলের কৌতুহল মিটিয়ে দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ দুপুর ৩টের সময় এক প্রেস মিট করে কমিশন জানিয়েছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল থেকে। ভোট গণনা শুরু হবে ৪ জুন থেকে।

নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, মোট সাত দফায় ভোট গ্রহণ হবে‌। প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল থেকে যেখানে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল থেকে। তৃতীয় দফার ভোট শুরু হবে ৭ মে। চতুর্থ দফার ভোট শুরু হবে ১৩ মে যেখানে পঞ্চম দফার ভোট শুরু হবে ২০ মে। এবং ষষ্ঠ ও সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ হবে যথাক্রমে ২৫ মে এবং ১ জুন। উল্লেখ্য, ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও বিহারে।

এখানে বলে রাখা ভালো যে, বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে চলতি বছরের জুন মাসে। অর্থাৎ সেই তারিখের আগেই সম্পূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং নতুন লোকসভা গঠন করতে হবে। উল্লেখ্য, এবছর দেশে নথিভুক্ত ভোটারের সংখ্যা ৯৭কোটি। যার মধ্যে ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা ভোটার। ভোটকেন্দ্র রয়েছে ১০.৫ লক্ষ এবং ১.৫ কোটি নির্বাচনী আধিকারিক এবং কর্মী যুক্ত রয়েছেন এই নির্বাচনে। এবং মোট ৫৫ লক্ষ ইভিএম-এ ভোটগ্রহণ। হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তবে চলতি বছর কেবল লোকসভা নির্বাচন নয়, পশ্চিমবঙ্গ সহ ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হবে। চার রাজ্যে বিধানসভা নির্বাচনও আছে। তবে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে তা হল এবারও কি গতবারের মত সাত দফার ভোট অনুষ্ঠিত হবে? নাকি বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি অনুযায়ী এক দফাতেই সারা হবে সমগ্র ভোট প্রক্রিয়া?

আরও পড়ুন : মোদী ম্যাজিক নাকি বিরোধীদের জয়জয়কার? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ এর লোকসভা নির্বাচন শুরু হয় ১০ মার্চ। ভোট অধিগ্রহণ শেষ হয় ১১ এপ্রিল। একমাসব্যাপী এই নির্বাচন অনুষ্ঠানে মোট সাত দফায় ভোট অধিগ্রহণ করা হয়। এবারও একইভাবে মোট ৭ দফায় ভোট অধিগ্রহণ হবে। ইতিমধ্যেই গোটা রাজ্যজুড়ে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন : বাড়ির মধ্যে কে ধাক্কা দিল মমতাকে? অবশেষে ফাঁস ‘পুশ ফ্রম বিহাইন্ড’ রহস্য

EC সূত্রে খবর, খুব শীঘ্রই দেশজুড়ে লাগু হয়ে যাবে নির্বাচনী আচরণবিধি। যে কেউ এই আচরণবিধি লঙ্ঘন করবে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ভোটগ্রহণের জন্য ধর্ম বা জাতীর দোহাই দেওয়া যাবেনা। সাম্প্রদায়িক উষ্মা বা বিদ্বেষ ছড়ানো, মিথ্যা প্রচার এই সমস্তকিছুর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর