মোদী ম্যাজিক নাকি বিরোধীদের জয়জয়কার? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) আসন্ন। নির্বাচনের পূর্বে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে দেশের জনমত কোনদিকে যাবে তার আভাস পেতে একাধিক সমীক্ষা (Lok Sabha Election Opinion Poll) চালানো হচ্ছে। সম্প্রতি ৫৪৩টি লোকসভা আসন থেকে একটি বিশেষ জরিপ চালিয়েছে নিউজ 18। এবং জরিপে যে বিজেপির পাল্লা ভারি সেকথা বলাই বাহুল্য। তবে তার সাথেও এমন বেশকিছু তথ্য সামনে এসেছে যা আসলেই চমকে দেওয়ার মত।

জনমত জরিপ বলছে আসন্ন নির্বাচনে ফের একবার সরকার গঠন করবে বিজেপি। এবং এবার NDA-র আসন সংখ্যা ৪০০ পার করে যাবে। এমনকি বিজেপি একাই ৩৫০ পার করে যাবে বলে দাবি করেছে সংস্থাটি। যেখানে জনতা দল (ইউনাইটেড) এবং তেলেগু দেশম পার্টি সহ এনডিএ-র অন্যান্য দলগুলি ৬১টি আসন জিততে পারে। যেখানে বিরোধী জোট ‘INDIA’ ১০৫টি আসন জিততে পারে বলে আশা করা হচ্ছে।

জরিপ বলছে, আসন্ন নির্বাচনে নির্দল সহ অন্যান্য দলগুলির খাতায় যাবে ২৭টি আসন। এখন যদি আমরা ভোটের শতাংশের খতিয়ান দেখি তাহলে NDA জোট একাই পাবে ৪৮ শতাংশ ভোট। অন্যদিকে বিরোধী জোট INDIA পেতে পারে ৩২ শতাংশ ভোট। এবং অন্যান্যদের ঝুলিতে যাবে ২০ শতাংশ ভোট। এই জনমত জরিপের দাবি সত্যি হলে হিন্দি বলয়ে ব্যাপক ব্যবধানে জয় হাসিল করবেন বিজেপি নেতৃত্বাধীন NDA।

আরও পড়ুন : হাতে মাত্র কয়েক ঘন্টা, ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হল কমলা সতর্কতা

News-18 এর সমীক্ষা অনুযায়ী, NDA উত্তরপ্রদেশের ৭৭টি আসন, মধ্যপ্রদেশের ২৮টি, ছত্তিশগড়ে ১০টি, বিহারে ৩৮টি, ঝাড়খণ্ডে ১২টি এবং কর্ণাটকে ২৫টি আসন জিততে পারে। অন্যদিকে ওড়িশায় ১২টি এবং পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৫টিই যাবে বিজেপির দখলে। যেখানে শাসকদল তৃণমূল আটকে থাকবে ১৭টি আসনেই। সমীক্ষার দাবি সত্যি হলে তা যে বিরাট বড় জয় সেকথা বলাই বাহুল্য।

আরও পড়ুন : শ্রীজাতের কবিতা, ২৪ পেলেই পাস! আমূল বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস

অন্যদিকে তেলেঙ্গানায় ৮টি এবং অন্ধ্রে ১৮ টি আসন যেতে পারে NDA-র ঝুলিতে। যেখানে মোদীর নিজ রাজ্য গুজরাটে ২৬টি আসন যেতে পারে NDA-র দখলে। জনমত জরিপের এই সমীক্ষা সত্যি হলে আসন্ন নির্বাচন যে বিজেপির দখলে সেকথা বলাই বাহুল্য।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর