বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র আর কয়েকটা সপ্তাহ। তারপরেই শুরু হতে চলেছে ভোট পরব। মোট সাত দফায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোট গ্রহণ হবে আগামি ১৯ এপ্রিল। তবে তার আগে আজ থেকেই ভোট দিতে পারবেন ভারতীয় নাগরিকরা। আর তাও আবার নিজের বাড়িতে বসেই।
প্রথম দফার ভোট শুরু হতে হাতে এখনও ১৫ দিন আছে। তবে তার আগে আজ থেকেই শুরু হল বাড়ি বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেস। তবে এই সুবিধা কিন্তু সবাই পাবেন না। দেশের কিছু সিলেক্টেড নাগরিক এই সুবিধা লাভ করতে পারবেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আজ থেকেই সেইসব নাগরিকদের বাড়িতে পৌঁছে যাবে একটি নির্দিষ্ট টিম।
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বেই নির্বাচন নীতির ২৭ এ ধারা সংশোধনের সময় এই নিয়ম সংযোজন করা হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যেসব নাগরিক শারিরীক ভাবে ৪০ শতাংশের বেশি অক্ষম এবং যাদের বয়স ৮৫-র ঊর্ধ্বে কেবলমাত্র তারাই বাড়ি থেকে ভোট দিতে পারবেন। এবং এই ভোট তারা দেবেন পোস্টাল ব্যালেটে।
আরও পড়ুন: দুঃখের দিন শেষ, প্রতিপক্ষকে দুরমুশ করে হার্দিক জিতবে সব ম্যাচ! MI তে আসছে মহাতারকা
কীভাবে ভোট দেবেন?
৮৫ বছরের বেশি বয়স্ক এবং শারীরিকভাবে যারা ৪০ শতাংশেরও বেশি অক্ষম তারাই এই সুবিধা পাবেন। এর জন্য তাদের প্রথমে যেতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। সেখানে উপযুক্ত নথী সহ আবেদন করতে হবে। আবেদনপত্র খতিয়ে দেখার পর দুইজন নির্বাচনী আধিকারিক যাবেন তার বাড়িতে। এছাড়াও তাদের সাথে থাকবেন একজন ভিডিওগ্রাফার এবং সশস্ত্র নিরাপত্তারক্ষী।