ভোটের আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম! ষষ্ট দফায় রেকর্ড বাহিনী বাংলায়, ‘শুভেন্দু গড়ে’ সবচেয়ে বেশি

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাজ্যের হাইভোল্টেজ একাধিক আসনে নির্বাচন (Lok Sabha Election) রয়েছে। এর মধ্যে অন্যতম হল ‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত তমলুক, কাঁথি। ভোটের আগে বুধবার রাত থেকে উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম। বিজেপির মহিলা কর্মীর খুনের পর রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা এলাকা। তৃণমূলের একাধিক স্থানীয় নেতাকে কাঠগড়ায় তোলা হয়েছে।

ওদিকে এরই মাঝে কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, একটি ভ্যানে করে মাইকিং করা হচ্ছে। সেই ব্যক্তিকে মাইকে বলতে শোনা যাচ্ছে, ‘হার্মাদগিরি ছাড়িয়ে দেব। তুমি তৃণমূল কংগ্রেসের চামচাগিরি করছ, ২৫ তারিখ খাওয়াদাওয়া করে সবাই বাড়িতেই থাকবে। একজনও তৃণমূল সমর্থক বাইরে ভোট দিতে বেরোবে না’। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। বিরোধীদের মত, বিজেপির মহিলা কর্মী মৃত্যুর ঘটনা থেকে নজর ঘোরাতেই এসব করছে শাসকদল।

আরও পড়ুনঃ ভোট মিটতেই খুনের হুমকি! যুবকের ছবি প্রকাশ্যে আনলেন অর্জুন সিং, মুখ দেখেই তোলপাড়!

এদিকে আবার ষষ্ট দফার নির্বাচনে রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছে। আগামীকাল বাংলার ৮টি আসনে নির্বাচন রয়েছে। এর ৮টি আসনের জন্য মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২৯,৪৬৮ রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর বিন্যাস নিয়ে আবার নয়া চর্চা শুরু হয়েছে।

Lok Sabha Election 2024 Nandigram

কমিশন সূত্রে জানানো হয়েছে, ষষ্ট দফার নির্বাচনে মোট বুথের সংখ্যা ৩৮০৪টি। যার জন্য ৯১৯ কোম্পানি তথা প্রায় ৭৫ হাজার আধাসেনা মোতায়েন করা হয়েছে। যা কিনা এর আগে কখনও হয়নি! এই ৯১৯ কোম্পানির মধ্যে আবার ২৩৭ কোম্পানি বাহিনী পূর্ব মেদিনীপুরের দুই আসন তমলুক এবং কাঁতে মোতায়েন করা হয়। তবে এই দুই কেন্দ্রে রাজ্য পুলিশের সংখ্যা মাত্র ৭১৪ জন। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের অনুপাতে এমন বৈষম্য নিয়ে ভোটের মুখে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর