প্রথম দফায় ভোটের ৩৭ প্রার্থীর মধ্যে কোটিপতি ১০! কোন দলে সবচেয়ে বেশি? শুনলে ঢোক গিলবেন

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘দিল্লি দখলের লড়াই’। প্রথম দফায় বাংলায় তিনটি কেন্দ্রে ভোট (Lok Sabha Election) গ্রহণ হবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই তিন কেন্দ্রে নানান দলের মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, রাজ্যের এই তিন লোকসভা আসনই সংরক্ষিত। কোচবিহার এবং জলপাইগুড়ি তফশিলি জাতি এবং আলিপুরদুয়ার তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।

ইতিমধ্যেই সকল প্রার্থী নির্বাচন কমিশনের (Election Commission) কাছে হলফনামা জমা দিয়ে দিয়েছেন। সেখান থেকে তাঁদের সম্পত্তির খতিয়ান সহ বেশ কিছু তথ্য জানা গিয়েছে। প্রথম দফায় বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চলা ৩৭ জন প্রার্থীর (Lok Sabha Candidates) মধ্যে ১০ জন প্রার্থীই যেমন কোটিপতি (Crorepati)। সম্প্রতি দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’এর তরফ থেকে জানানো হয়েছে একথা।

প্রথম দফার নির্বাচনে লড়তে চলা ৩৭ জন প্রার্থীদের মধ্যে সম্পত্তির নিরিখে সবচেয়ে এগিয়ে জলপাইগুড়ির বাম প্রার্থী দেবরাজ বর্মণ। এডিআরের তথ্য অনুসারে, তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৪৬৮ টাকা। অন্যদিকে সবচেয়ে কম সম্পত্তি রয়েছে আলিপুরদুয়ারের SUCI প্রার্থী চন্দন ওরাওনের। তাঁর সম্পত্তির পরিমাণ হল ১২,১১৭ টাকা।

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগেই জিতে গেলেন মহুয়া! তৃণমূল নেত্রীর পক্ষে বিরাট রায় দিল হাই কোর্ট

এদিকে প্রথম দফার নির্বাচনে লড়তে চলা ১০ কোটিপতি প্রার্থীর মধ্যে ২ জন তৃণমূল কংগ্রেসের এবং ২ জন বিজেপির। কংগ্রেস, সিপিএম এবং আরএসপির একজন করে কোটিপতি প্রার্থী রয়েছে। বাকি তিনজন কোটিপতি প্রার্থী হলেন নির্দল।

lok sabha election west bengal first phase 10 candidates out of 10 are crorepati

এডিআর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ৩৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ৪ জনের বিরুদ্ধে গুরুতর মামলা আছে। হলফনামাতেই মামলার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অপরদিকে শিক্ষাগত যোগ্যতার নিরিখে বলা হলে, ৩৭ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থী স্নাতক পাশ কিংবা উচ্চশিক্ষার ডিগ্রি আছে, ১৫ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে এবং ১জন নিরক্ষর। এডিআর সূত্রেই মিলেছে এই তথ্য।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর