পশ্চিমবঙ্গে ভোট হবে ৭ দফাতেই, কবে কোন কেন্দ্রে? জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক : ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচনের নির্ঘন্ট (Lok Sabha Election 2024) । আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে দিল্লি দখলের লড়াই। মোট সাত দফায় সম্পূর্ণ হবে নির্বাচন। দেশের ৫৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই ইলেকশন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে (Lok Sabha Election West Bengal) ভোট হবে সাত দফাতেই। একই সাথে সাত দফায় ভোট হবে বিহার এবং উত্তরপ্রদেশেও। তাহলে চলুন দেখে নিই কোন জেলায় কবে ভোট গ্রহণ হবে?

প্রসঙ্গত উল্লেখ্য, ২২ রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। ২ দফায় ভোট গ্রহণ হবে ৪ রাজ্যে। তালিকায় রয়েছে কর্নাটক, ত্রিপুরা, মণিপুর ও রাজস্থান। ৩ দফায় ভোট হবে অসম ও ছত্তীসগঢ়ে। ৪ রাজ্যে ভোট গ্রহণ হবে ২ দফায়। তালিকায় রয়েছে ওড়িশা, মধ্য প্রদেশ ও ঝাড়খণ্ড। অন্যদিকে মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীরে ভোট গ্রহণ হবে ৫ দফায়। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ৭ দফায়।

১ম দফা (১৯ এপ্রিল) – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

২য় দফা (২৬ এপ্রিল) – রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং

৩য় দফা (৭ মে) – মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর

৪র্থ দফা (১৩ মে) – বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল

৫ম দফা (২০ মে) – শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ

৬ষ্ঠ দফা (২৫ মে) – পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর

৭ম দফা (১ জুন) – উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর