দুর্নীতির প্রতিবাদ করে দলের হাতেই আক্রান্ত! গুরুতর জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট (Loksabha Vote)। এরই মাঝে সৌজন্যতার নজির গড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুরুতর জখম শাসকদলেরই এক কর্মীকে (TMC Worker) দেখতে হাসপাতালে যান দিলীপ। বর্ধমান মেডিক্যাল হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির স্বাস্থ্যের খোঁজ নেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।

সম্প্রতি শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে স্বপন মল্লিক নামে একজন তৃণমূল কর্মী গুরুতর জখম হন। ওই কর্মী গলসির মনোহর সুজাপুর গ্রামের বাসিন্দা। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে শিড়রাই গ্রামে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন স্বপনবাবু। তবে সেখান ফেরার পথেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে বলে অভিযোগ।

লাঠি, টাঙি দিয়ে ওই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, স্বপন মল্লিকের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রামেরই তৃণমূল নেতা ইমদাদুল হক মল্লিক ওরফে তারার বিবাদ চলছিল। স্বপনের বিরুদ্ধে কিছুদিন আগে ওই তৃণমূল নেতাকে মারধরের অভিযোগও ওঠে। এর বদলা নিতে স্বপনের উপর পাল্টা হামলা হয়েছে বলে অনুমান পুলিশের।

ওদিকে বিজেপির দাবি, বিধায়ক গোষ্ঠীর লোকজন ১০০ দিনের কাজে দুর্নীতি করেছে এর প্রতিবাদ করাতেই আরেক তৃণমূল কর্মীর উপর হামলা হয়েছে। এদিন স্বপনকে হাসপাতালে দেখে দিলীপ ঘোষ বলেন, “চুরি বা অন্যায়ের প্রতি করলেই তৃণমূল নেতারা আক্রমণ করছে। রাজ্যে যে পরিমাণ রাজনৈতিক হিংসা হচ্ছে তারই এক উদাহরণ স্বপন মল্লিক। ইদের ঠিক আগেরদিন তাকে কোপানো হয়। গোটা গায়ে ব্যান্ডেজ। সেলাই হয়েছে।’

bjp tmc

আরও পড়ুন: অনুব্রত জেলে, এদিকে কেষ্ট গড়ে বিরাট কাণ্ড ঘটালেন BJP প্রার্থী প্রিয়া সাহা, ভোটের আগেই শোরগোল

ওই আহত তৃণমূল কর্মীর পাশে থাকার বার্তা দিয়ে দিলীপ বলেন, ‘আমরা সবসময়ই নৃশংস রাজনীতির প্রতিবাদ করেছি। হাসপাতালে ওই আহত ব্যক্তিকে দেখতে এসেছিলাম। ভীষণ গরিব। ওনার পাশে আছি। দ্রুত সেরে উঠুক, এটাই প্রার্থনা করি।” ভোটের মাঝে রাজনৈতিক সৌজন্যতার এই চিত্র সত্যিই নজিরবিহীন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর