বাংলাহান্ট ডেস্ক : শনিবার শেষ হয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। দীর্ঘ দেড় মাস ধরে এই নির্বাচন চলেছে। কোথাও শান্তিপূর্ণভাবে, কোথাও রক্ত ক্ষয়ের মধ্য দিয়ে, কোথাও আবার ঝামেলা, অশান্তির মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে এবারের লোকসভা নির্বাচন। নির্বাচন শেষ হবার পর এক্সিট পোলের দিকে নজর থাকে গোটা দেশের। ২০২৪ এর লোকসভা নির্বাচনে তার ব্যতিক্রম নয়।
সমীক্ষকরা ভোট শেষ হতেই সমীক্ষা করে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছেন। তবে সেই হিসেব যে সবসময় মেলে না, এটাও ঠিক। বুথফেরত সমীক্ষার ফলাফল বিভ্রান্তিতে ভরা থাকে। তাই কোন চ্যানেল বলতে পারেনা তাদের সমীক্ষা একেবারে সঠিক। কখনো ফলাফল প্রায় কাছাকাছি মিলে যায় কখনো আবার একেবারে আকাশ-পাতাল পার্থক্য থাকে। তাই বিগত দুটি লোকসভা নির্বাচনের এক্সিট পোল এবং মূল রেজাল্টের ইতিবৃত্ত কি ছিল একবার দেখে নেওয়া যাক।।
আরোও পড়ুন : একবার বিনিয়োগেই হবে বিপুল লাভ! এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলেই লক্ষ্মীলাভ
২০১৪ সালের এক্সিট পোল:- ইন্ডিয়া টুডে-সিসেরোর এক্সিট পোল অনুযায়ী ২৭২টি আসন পাবে এনডিএ এবং ১১৫ টি পেতে পারে ১১৫টি আসন।নিউজ২৪-চাণক্যের সমীক্ষা অনুযায়ী, এনডিএ জোট জিততে পারে ৩৪০টি আসনে এবং ইউপিএ ১০১টি আসন পেতে পারে। এবিপি নিউজ-নিয়েলসনের সমীক্ষা অনুসারে, ২৭৪টি আসনে জয়লাভ করবে এনডিএ আর ৯৭টি আসনে যাবে ইউপিএর দখলে।টাইমস নাও-ওআরজির সমীক্ষা অনুসারে এনডিএ পাবে ২৪৯টি আর ইউপিএ পাবে ১৪৮টি আসন। সিএনএন আইবিএন-সিএসডিএসের এক্সিট পোল অনুসারে, ২৮০টি সিট পাবে এনডিএ এবং ইউপিএ ৯৭টি আসনে থেমে যাবে।
চূড়ান্ত ফলাফল:- ওই বছরের লোকসভা ভোটে ৩৩৬টি আসন এনডিএ পায়, তার মধ্যে বিজেপি একাই পায় ২৮২টি। ইউপিএ ৬০ আসন পায় এবং তার মধ্যে কংগ্রেস পায় মাত্র ৪৪।
২০১৯ সালের এক্সিট পোল:- ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সিসের সমীক্ষা অনুসারে ৩৩৯-৩৬৫টি আসন পাওয়ার কথা ছিল এনডিএর। আর ৭৭ থেকে ১০৮-র মধ্যে আসন পাবে ইউপিএ। নিউজ ২৪ চাণক্যের এক্সিট পোল অনুসারে ৩৫০ বা তার বেশি আসন জেতার কথা এনডিএর। ইউপিএ ১০০-র কম আসন পাবে টাইমস নাও এবং ভিএমআর সমীক্ষা অনুসারে বিজেপি পাবে ৩০৬টি আসন এবং ইউপিএ ১২০টি আসন। সুদর্শন নিউজের এক্সিট পোল অনুসারে, বিজেপি ৩০৫টি এবং ইউপিএ ১২৪টি আসন পাবে।নিউজ১৮-ইপসোসের এক্সিট পোল অনুসারে, ৩৩৬টি আসন পাবে এনডিএ জোট আর ৮০ থেকে ৮২টি আসন পাবে ইউপিএ।
চূড়ান্ত ফলাফল:- ওই বছর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩০০ পার বেশি ৩৫৩টি আসনে জয়লাভ করে। তার মধ্যে বিজেপি পেয়েছিল ৩০৩ টি আসন। অন্যদিকে ইউ পি এ জোট পেয়েছিল ৯৩ টা আসন। তার মধ্যে কংগ্রেসের ভাগে ছিল ৫২টি।