বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির সিংহাসন দখলের লড়াই। আজ ২০২৪ লোকসভা নির্বাচনের (Loksabha Vote) ফল প্রকাশ। কিছুক্ষণ পর থেকেই শুরু হবে ভোট গণনা। কিন্তু তার আগেই ম্যাজিক। একটি আসনে জিতে গেল বিজেপি (BJP)। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে এক আসনে জয়ী বিজেপি। গণনা শুরুর আগেই খাতা খুলল বিজেপি।
জানিয়ে রাখি, গণনা শুরুর আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয় পেয়েছে বিজেপি। এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। গোটা দেশের মধ্যে একমাত্র এই আসনেই ভোট গণনার আগেই ফল প্রকাশ হয়েছে। জয় পেয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।
প্রসঙ্গত, মোট ১১ জন প্রার্থী সুরাট আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছিলেন। মনোনয়নও জমা করে দেন সকলে। তার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের দিন নয়জন প্রার্থী তাদের মনোনয়ন তুলে নেন। বাকি ছিল কংগ্রেস আর বিজেপি। এর মধ্যে কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও, ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হয়। নির্বাচনী ইতিহাসে এই প্রথম এই এরম বিরল ঘটনার সাক্ষী থাকল গুজরাট।
এবার আসা যাক বাংলার দিকে। সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। কোথায় কোন হেভিওয়েট এগিয়ে? দেখে নেওয়া যাক এক নজরে। বহরমপুরে এগিয়ে কংগ্রেসের অধীর চৌধুরী। কৃষ্ণনগরে এগিয়ে তৃণমূলের মহুয়া মৈত্র। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ভোট গণনা শুরুর আধ ঘণ্টা পর এগিয়ে দিলীপ ঘোষ।
বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।
বীরভূমে এগিয়ে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য।
বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল।
বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল।
ঘাটালে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
দমদমে এগিয়ে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
যাদবপুরে এগিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
জয়নগরে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল।
কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায়। কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল। কলকাতা উত্তরে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়।
মালদা উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পুরুলিয়ায় এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো। ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। কাঁথিতে এগিয়ে বিজেপি। তমলুকে এগিয়ে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা দক্ষিণে তৃণমূলের মালা রায় এগিয়ে।
আরও পড়ুন: ভোট গণনার দিন ধুন্ধুমার! কলকাতা সহ ১১ জেলায় তুলকালাম ঝড়-বৃষ্টি: আবহাওয়ার খবর
মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী মোঃ সেলিম এগিয়ে। দমদমে বিজেপির শিলভদ্র এগিয়ে। রানাঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। বিষ্ণুপুরে প্রথম থেকেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। ব্যারাকপুরে তৃণমূল পার্থ ভৌমিক এগিয়ে। রায়গঞ্জেও বিজেপি এগিয়ে। সবমিলিয়ে এখনও তৃণমূল ১৭, বিজেপি ২২ আসনে এগিয়ে।