বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার কৃষি আইনের বিরোধিতা করা হনুমান বেনিবালের (Hanuman Beniwal) দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (Rashtriya Loktantrik Party) NDA জোট ছাড়ার ঘোষণা করেছে। এই কথা স্বয়ং দলের প্রধান হনুমান বেনিবাল জানান। উল্লেখ্য, হনুমান বেনিবাল লাগাতার নতুন কৃষি আইনের বিরোধিতা করে আসছে। কৃষকদের সমর্থনের জন্য তিনি জয়পুর থেকে দিল্লীও গেছেন। নাগৌরের সাংসদ বেনিবাল বলেন, আমি এমন কোনও দল অথবা ব্যক্তির সাথে থাকতে পারব না, যারা কৃষকদের বিরুদ্ধে। রাজস্থানের আলবরে কৃষকদের সামনে বক্তৃতা দেওয়ার সময় বেনিবাল বলেন, কৃষি আইনের মাধ্যমে কৃষকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা এটা কোনদিনও সমর্থন করতে পারব না।
এর আগে বেনিবাল বলেছিলেন যে, দেশের অন্নদাতা হাড় কাঁপানো ঠাণ্ডায় রাস্তায় বসে আছে। আর সেই কারণে নরেন্দ্র মোদী সরকারকে এই তিনটি কৃষি আইন ফেরত নিতে হবে। শনিবার দিল্লী যাওয়ার আগে বেনিবাল জয়পুরে গিয়েছিলেন, সেখান থেকে তিনি ২৬ ডিসেম্বর কৃষক আন্দোলনে সমর্থনে দিল্লী কুচ করার আহ্বান করেন।
জানিয়ে রাখি, এর আগে এনডিএ-এর বহু পুরনো জোট সঙ্গী শিরোমণি আকালি দলও কৃষি আইনের বিরোধিতায় NDA জোট ত্যাগ করেছিল।