বাংলাহান্ট ডেস্ক: বাংলার মানুষ এখন সকাল বিকেল চাতকের মতো তাকিয়ে আকাশ পানে। ৪০ ডিগ্রি তাপমাত্রা পেরিয়েছে বেশিরভাগ জেলায়। কোথাও কোথাও ৪৫ ডিগ্রিও ছুঁতে চলেছে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টির অপেক্ষায় হা পিত্যেশ করে রয়েছেন সকলে। এমন পরিস্থিতিতে সরাসরি মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে খোলা চিঠি লিখলেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)।
সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেছেন তিনি, যার ছত্রে ছত্রে কটাক্ষের সুর। লোপামুদ্রা লিখেছেন, ‘সচারচর ট্যাগ করি না। কিন্তু করলাম। গরমটা কি সহ্য হচ্ছে?? হবে?? আমার পাড়ায় ফুটপাথের ধারে যে বড় গাছগুলো আছে, বড় বা ছোট ঝড় এলে কেউ বাঁচবে না, কারণ, শেকড় মেলার জায়গা নেই, ঘাড়ের কাছে বড় বড় বাড়ি, ডালপালার ব্যালেন্স কমে যাচ্ছে।’
তিনি আরো লিখেছেন, ‘যে গাছগুলো গত বছর ঝড়ে বা আমফান, ইয়াশে পড়ে গেছে, তাদের জায়গায় আমরা নতুন কোন গাছ বসাই নি, কিছু গাছ বসালেও তার যত্ন নিইনি। লেক, সার্দান অ্যাভনিউ বিরাট অঞ্চল জুড়ে অনেক অনেক গাছ আজ আর নেই। দক্ষিণ কলকাতার লেকে কি জঙ্গল বানাতে পারি না আমরা? আমি আমার এলাকাটুকু নিয়েই আপাতত ভাবছি, স্বার্থপরের মতো। কিছু কি করা যেতে পারে?? সবাই মিলে?? গা বাঁচানোর আরেক নাম সহ্য , আর হচ্ছে কি??’
এই পোস্টে তিনি ট্যাগ করেছেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভা, লেক ক্লাবের পাশাপাশি সুরকার জয় সরকার, অনুপম রায়, সৃজিত মুখোপাধ্যায়, রূপম ইসলামকেও। কমেন্ট বক্সে অনেকেই এগিয়ে এসেছেন। লোপামুদ্রাকে সমর্থন করে গাছ লাগানোয় উৎসাহ দেখিয়েছেন তারা।
বিষয়টা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে অভিনেত্রী লিখেছেন, ‘গরম গরম বলে এখন কমপ্লেন করলে তো হবে না একটা ফ্ল্যাট থাকা সত্ত্বেও আরো তিন চারটে ফ্ল্যাট করো ইনভেস্টমেন্ট বাড়াও। আরো গাছ কাটো। প্রকৃতির সাথে ফাজলামি করলে প্রকৃতি ছেড়ে দেবে? এবার নাও এসো হে বৈশাখ এসো এসো গান গাও আর ভোগো’।