ভারতের এই ট্রেনের অন্দরে বিরাজমান ভগবান রাম, করা যাবে পুজোও! সৌন্দর্য দেখে ধাধিয়ে যাবে চোখ

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে শুরু হল ‘ভারত গৌরব’ ট্রেন। রামায়ণ মহাকাব্যে যে সমস্ত জায়গার নাম উল্লেখ করা আছে, সেইসব জায়গায় ভ্রমণ করাবে এই ট্রেন। নেপালের জনকপুরেও যাবে এই ট্রেন। মঙ্গলবারই দিল্লির সফদরজং থেকে যাত্রা শুরু করে ‘ভারত গৌরব’ ট্রেন।

রেল মন্ত্রক থেকে জানা যাচ্ছে, মোট ১৮ দিন ঘোরা যাবে এই ট্রেনে করে। আইআরসিটিসি-র এই ভারত গৌরব ট্রেনে আছে ১৪ টি কোচ। জানা যাচ্ছে, ট্রেনের কামড়াগুলি তৈরি করা হয় লখনউয়ের আলমবাগ ওয়ার্কশপে। সমস্ত রকম আধুনিক সুবিধাই থাকবে ট্রেনে। রামায়ণে উল্লেখিত যত স্থান আছে প্রায় সব জায়গাই ঘুরবে এই ট্রেন। অযোধ্যা, বক্সার, কাশী, নাসিক, চিত্রকূট, রামেশ্বরম, শ্রীঙ্গেশ্বর প্রভৃতি স্থানে যাত্রা করবে এই ট্রেন। সব জায়গা ঘুরে সব শেষে এই ট্রেন যাবে সীতার জন্মস্থান নেপালের জনকপুরে। ভাড়া লাগবে ৬২ হাজার টাকা। ট্রেনের প্রতিটি কোচেই থাকবে এসি। থাকবে সিসিটিভির সুরক্ষাও।

ট্রেনটি দেখতেও অপূর্ব সুন্দর। ভারত গৌরব ট্রেনের বাইরের দেওয়ালেও ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের সংস্কৃতিকে। যোগ ও প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রকে নিঁখুত ভাবে আঁকা হয়েছে ট্রেনের দেওয়ালে। রং-তুলির সাহায্যে তুলে আনা হয়েছে বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকেও। আছে তাজমহল, মুঘল আমলের বিভিন্ন স্মৃতিসৌধও।

aarti in train

দিল্লির ওয়ার মেমোরিয়ালের ছবিও আঁকা রয়েছে ট্রেনের বাইরের দেওয়ালে। এরই সঙ্গে রয়েছে বিভিন্ন রাজ্যের পোশাকের ছবিও। ট্রেনের রঙ পুরো হলুদ। প্রতিটি কোচে থাকবে ২ জন করে ওয়েটার, একজন হাউজকিপিং স্টাফ ও একজন রক্ষী। জানা যাচ্ছে, ট্রেনে থাকা সব কর্মীদের পরনে থাকবে অফ হোয়াইট পাঞ্জাবী, মেরুন কুর্তা ও অফ হোয়াইট পায়জামা। ট্রেনের ভিতর থাকছে রাম মন্দির। ভক্তরা সেই মন্দিরে পুজা ও আরতি করতে পারবেন। সবমিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করা হয়েছে ট্রেনের ভিতর।


Sudipto

সম্পর্কিত খবর