বিজেপি নয়, INDIA জোটের এই সঙ্গীকে ৫০৯ কোটির বন্ড দিয়েছে লটারি কিং

বাংলা হান্ট ডেস্ক : সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন (Election Bond)। তারপর থেকেই তোলপাড় হয়ে আছে কেন্দ্রীয় রাজনৈতিক মহল। কোন কোম্পানি কাকে কত টাকার বন্ড অনুদান দিয়েছে তা নিয়ে প্রশ্নের শেষ নেই। বিশেষ করে লটারি কিং ‘ফিউচার গেমিং’ (Future Gaming And Hotel Service) যে বিপুল অঙ্কের অর্থ অনুদানে দিয়েছে তা কোন কোম্পানির খাতে গেছে তা জানার জন্য উৎসুক সকলেই।

নির্বাচনের আগে অনুদানের তালিকায় সবার উপরে নাম রয়েছে ‘ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস’ এর। তারা কিনেছে মোট ১,৩৬৮ কোটি টাকার নির্বাচনী বন্ড। তবে কোন দলের খাতে এই টাকা গেছে তা নিয়ে চলছে বিস্তর চর্চা। সূত্রের খবর, গত পাঁচ বছরে ফিউচার গেমিং যাকে সবচেয়ে বেশি অর্থ প্রদান করেছে সে হল DMK।

   

মিডিয়া সূত্রে জানা গেছে, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মালিক সান্তিয়াগো মার্টিনের থেকে ৫০৯ কোটি টাকার অনুদান পেয়েছিল ডিএমকে। এই সান্তিয়াগোকেই ‘লটারি কিং’ (Lottery King) আখ্যা দেওয়া হয়ে থাকে। উল্লেখ্য, নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট ৬৫৬.৫ কোটি টাকা অনুদান পেয়েছে। যার মধ্যে ৭৭ শতাংশ অনুদান এসেছে ফিউচার গেমিং থেকে।

আরও পড়ুন : রমজান মাসে বোরখা ছাড়া বাসে মহিলা! বেপর্দা নারীর সাথে যা করল কন্ডাক্টর, ভাইরাল ভিডিও

সূত্রের খবর, ২০১৯-২০ এবং ২০২২-২৩ এর মধ্যে এই অনুদান এসেছে ডিএমকে-র কোষাগারে। তারমধ্যে ফিউচার গেমিং সংস্থার পাশাপাশি তালিকার উপরে রয়েছে মেগা ইনফ্রাস্ট্রাকচার (১০৫ কোটি), ইন্ডিয়া সিমেন্ট (১৪ কোটি), সান টিভি নেটওয়ার্ক (১০ কোটি), ত্রিবেণী (৮ কোটি) এবং রামকোসমেন্ট (৫ কোটি)। উল্লেখ্য, নির্বাচন কমিশনকে তথ্য দেওয়ার সময়, ডিএমকে বলেছিল যে এই প্রকল্পের অধীনে দাতার নাম প্রকাশ করার প্রয়োজন নেই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর