বাংলা হান্ট ডেস্ক: লটারি (Lottery)কেটে বড়লোক হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। আবার অনেকের ভাগ্য সহায় করলে, হয়ে ওঠেন নিমেষে বড়লোক। আজকের প্রতিবেদনে রইল সেই রকমই এক ঘটনা। মাত্র ৩৫ টাকার বিনিময়ে লটারি কেটে আজ কোটি টাকার মালিক রাজমিস্ত্রির স্ত্রী।
৩৫ টাকার লটারিতে কোটিপতি রাজমিস্ত্রির স্ত্রী (Lottery)
মাত্র ৩৫ টাকার টিকিট কেটে আজ কোটি টাকায় মালিক এক রাজমিস্ত্রির স্ত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার বেলারি গ্রামে। জানা যায়, শনিবার দিন মাত্র ৩৫ টাকার বিনিময়ে তিনি লটারি টিকিট কেটেছিলেন। রাতেই যখন লটারির (Lottery) ফলাফল যখন রাতে জানতে পারেন, নিজেই অবাক হন।

আরও পড়ুন: শীতের টাটকা ফুলকপি দিয়ে বানান এই রেসিপিটি, সবাই প্রশংসা করবে, প্রণালী রইল
জানা গিয়েছে, ওই রাজমিস্ত্রির স্ত্রী’র সংসারে রয়েছে স্বামী ও দুই সন্তান। ডলের স্বামী প্রায় ১৫ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন। এবং সামান্য আয় তাদের সংসার কোনভাবে চলে যাচ্ছিল। পাশাপাশি বহুদিন ধরে কষ্ট করে একটি পাকা বাড়ি তৈরি করতে পেরেছিলেন। তবে এই লটারি জেতায় প্রথমে অবাক হয়েছেন তিনি।
তবে পরে জানিয়েছেন, এই এক কোটি টাকা জেতার পর তাদের অবস্থা হাতে চাঁদ পাওয়ার মতো। পাশাপাশি ওই রাজমিস্ত্রির স্ত্রীর লটারি জিতে যাওয়ার কথা পুরো গ্ৰামে ছড়িয়ে পড়েছে। এতে খুশি হয়েছে সকল গ্ৰামবাসীরা।
এই লটারি জেতার পর ডলি জানিয়েছেন, এই লটারির (Lottery) টাকা দিয়ে তিনি ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা করতে চান। পাশাপাশি তিনি জানান, কয়েকটা জায়গায় জমি কেনার ইচ্ছে রয়েছে। তবে সবার আগে ছেলেমেয়ের ভবিষ্যতের সুরক্ষা জন্য টাকা জমাতে চান তিনি।












