বাংলাহান্ট ডেস্ক : অনেকেই ভাগ্য পরিবর্তনের আশায় লটারির টিকিট কাটেন। তবে খুব কম মানুষের ভাগ্যে জোটে লটারির পুরস্কার। সাম্প্রতিক অতীতে আমরা এমন বহু মানুষকে দেখেছি যারা লটারির টিকিটের জন্য জিরো থেকে একেবারে হিরো হয়ে গেছেন। এবার তেমনই এক ঘটনা ঘটল বীরভূমের চা বিক্রেতার সাথে।
আজকের প্রতিবেদনে আমরা যাকে নিয়ে আলোচনা করছি তিনি অত্যন্ত সংগ্রামের সাথে নিজের জীবন অতিবাহিত করেছেন। প্রতিনিয়ত লড়েছেন দারিদ্রতার সাথে। তবে একটি লটারি টিকিট বদলে দিল তার জীবন। ৩০ টাকার বিনিময়ে হয়ে গেলেন কোটিপতি। বীরভূমের এক চা বিক্রেতার ভাগ্য ফিরিয়ে দিল ডিয়ার লটারি।
আরোও পড়ুন : মেট্রো স্টেশনেই জাপটে ধরেছেন একে অপরকে! ফের ভাইরাল দম্পতির অশ্লীল ভিডিও, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
বীরভূমের (Birbhum) দুবরাজপুর (Dubrajpur) থানার অন্তর্গত দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ার বাসিন্দা অরুণ গড়াই। অরুণবাবু পেশায় চা বিক্রেতা। তিনি হয়ত স্বপ্নেও কোনও দিন ভাবেননি যে একটি লটারির টিকেট তার জীবন এইভাবে বদলে দেবে। লটারির ফল প্রকাশ হওয়ার পর তিনি জানতে পারেন যে এক লহমায় তিনি কোটিপতি হয়ে গেছেন।
আরোও পড়ুন : ‘মমতার পুলিশের নিরাপত্তায় রয়েছে শাহজাহান’, সন্দেশখালি নিয়ে বিস্ফোরক শুভেন্দু
অরুণবাবুর একটি ছোট চায়ের দোকান রয়েছে দুবরাজপুর কোর্টের সামনে। সেখান থেকে যা রোজগার হত তা দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১২০ টাকার লটারির টিকিট কাটতেন। কখনো কখনো ছোট ছোট পুরস্কার জিততেন তিনি। তবে অরুণবাবু কোনও দিন স্বপ্নেও ভাবেননি যে তিনি লটারি টিকিটে কোটিপতি হয়ে যাবেন।
অরুণবাবু ৩০ টাকার ৫ সেমের টিকিট কেটেছিলেন সোমবার। লটারি ফল প্রকাশ হওয়ার পর লটারি বিক্রেতা জানান যে তিনি কোটি টাকা পুরস্কার জিতেছেন। এরপর এই গোটা ঘটনা তিনি জানান স্থানীয় কাউন্সিলর ভাস্কর রুজকে। কাউন্সিলর অরুণবাবুর নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।