বাংলা হান্ট ডেস্ক: কোটিপতি হওয়ার স্বপ্ন কমবেশি সকলেরই রয়েছে। সেই স্বপ্ন পূরণ করতে অনেকেই লটারি (Lottery) কেটে থাকেন। কিন্তু ফল পায় হাতেগোনা কয়েকজন। লটারি কাটার অংক না জানলে লটারি জেতা (Lottery Winning) কঠিন। আর আপনি যদি দীর্ঘদিনের অভিজ্ঞতায় সঠিক অংক মেলাতে পারেন তাহলেই কেল্লাফতে।
লটারিতে কোটি টাকা জেতার গোপন ফর্মুলা (Lottery Winning)
বিশ্বজুড়ে চলছে হইচই। ব্রিটেনের দুই জন গণিতবিদ এমন এক গাণিতিক রহস্য ভেদ করেছেন, যা লটারির ইতিহাসে সৃষ্টি করেছে তীব্র আলোড়ন। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের ডঃ ডেভিড স্টুয়ার্ট ও ডঃ ডেভিড কুশিং দাবি করেছেন মাত্র ২৭টি নির্দিষ্ট লটারি টিকিট কিনলেই আপনি অবশ্যই জিতবেন। হ্যাঁ ঠিকই পড়ছেন। তবে এই জেতায় একটু ধোঁকা আছে। আর জয় মানেই কিন্তু নয় কোটি টাকার জ্যাকপট। কখনো কখনো হতে পারে একটি ফ্রি টিকিট বা ছোটখাটো পুরস্কার।
সাধারণত লটারির টিকিটে ১-৪ এবং ৫-৯ এভাবে সংখ্যা দেওয়া থাকে। দেখে নিন যে ১ থেকে ৪ নম্বর সংখ্যার টিকিট বেশি খেলা হয়েছে নাকি ৫ থেকে ৯ নম্বর সংখ্যার। যে টিকিটের খেলা বেশি হয়েছে সেই টিকিট বাদ দিয়ে অন্য টিকিটগুলি কিনুন।পাশাপাশি, লটারি টিকিটের মধ্যে যে নম্বরের সিরিজ থাকে সেই নম্বরের সিরিজে ১ থেকে ৫ সংখ্যার সীমার টিকিট বেশি ক্রয় করুন। এতে লটারি জেতার সম্ভাবনা দ্বিগুণ হবে। ধরুন একটি লটারি টিকিটে নম্বর গুলিকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম, মিডিল এবং লাস্ট। মনে করুন আপনার কাছে একটি লটারি টিকিট আছে যার নম্বর 57682।
আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কের নয়া আকর্ষণ, আলিপুর চিড়িয়াখানা থেকে এলো ১৮ টি নতুন প্রাণী
এবার যদি প্রথম অথবা লাস্ট ডিজিটাল নম্বরগুলি পুরস্কার জিতে থাকে তাহলে আজ সম্ভাবনা রয়েছে মিডিল নম্বর গুলি থেকে পুরস্কার জেতার। অর্থাৎ ৭৬। এবার আজ আপনি যদি এই মিডিল নম্বর গুলি দেখে টিকিট ক্রয় করেন তাহলে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে কিছুটা।উপরোক্ত কথা গুলি মাথায় রেখে লটারির টিকিট যত কিনবেন তত বেশি পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও বৃদ্ধি (Lottery) পাবে। তবে এতে কিন্তু আর্থিক ক্ষতির ও সম্ভাবনা রয়েছে।